মফিজুল ইসলাম বাবুলঃ
কুমিল্লা জেলার দাউদকান্দির উপজেলার ১৪নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাউয়াদি আব্দুল হক চৌধুরী বাড়ির আহম্মেদ বক্স ও তাঁর সহধর্মিনী জরুনা খাতুনের স্মরনে দোয়া মিলাদ ও পরিবার পরিজনদের নিয়ে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারী) বাদ জুমা কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বুধুন্ডা ১০৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী-সমাজ সেবক আতাউর রহমান মুন্সীর সার্বিক তত্ত¡াবধানে কাউয়াদি আব্দুল হক চৌধুরী বাড়িতে এ দোয়া মিলাদের আয়োজন করা হয়। আতাউর রহমান মুন্সী জানান, আহম্মেদ বক্স ও জরুনা খাতুন আমার নানা নানু। আমরা এ পরিবারের আত্মীয় ¯^জন যে যেখানে থাকি প্রতিবছর একত্রিত হয়ে এবং নানা-নানুর স্মরনে দোয়া মিলাদ আয়োজনের মধ্যে এতিম দুঃস্থদের জন্য খাবারের আয়োজন করি। খাবারের আয়োজনের মধ্যে সকলের এ মিলনমেলা হয়। দোয়া মিলাদ শেষে আহম্মেদ বক্স ও জরুনা খাতুনের কবর জিয়ারত করা হয়। অনুষ্ঠানে তাদের পরিবারের বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন-ইঞ্জি. মনিরুল হক চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী, হাজী মো: গোফরান প্রমুখ।
ছবি: দাউদকান্দি কাউয়াদির চৌধুরীর বাড়ির আহম্মদ বক্স এর স্মরনে অনুষ্ঠিত দোয়া মিলাদে পরিবার-পরিজনদের
মিলনমেলা।
