Breaking News
Home / Breaking News / বিজয়-৭১ সাতকানিয়া পৌরসভা কমিটি গঠিত

বিজয়-৭১ সাতকানিয়া পৌরসভা কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রামঃ

স্বাধীনতার পক্ষে আওয়ামী সহযোগী সংগঠন বিজয়-৭১ এর সাতকানিয়া পৌরসভা কমিটি গঠন করা হয়েছে।

গত ১০ই নভেম্বর বিকেলে বিজয়-৭১ এর সাতকানিয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ে
উক্ত কমিটি গঠিত হয়।কমিটিতে মোহাম্মদ সাইফুল ইসলামকে সভাপতি ও মোহাম্মদ রায়হানকে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটি গঠিত হওয়ার সময় উপস্থিত ছিলেন,সরকারি সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ও উক্ত বিজয় ৭১ এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ হারুনর রশিদ হারুন,সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার সাঈদ ইরফান,সাধারন সম্পাদক অাসিফুর রহমান অাসিফ, এস এ লানিং পয়েন্টের পরিচালক ইয়াছিন অারফাত,সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ তারেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজয়-৭১ এর সাতকানিয়া পৌরসভার সভাপতি সাইফুল ইসলাম বলেন,অাগামী নির্বাচনকে সামনে রেখে নৌকার বিজয়ের জন্য অামার সংগঠনকে নিয়ে নিরলস ভাবে কাজ করে যাবো।জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অামার প্রাণপ্রিয় সংগঠন সবসময় প্রস্তুত।অাগামী নির্বাচনে চট্টগ্রাম-১৫ অাসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সিটি কলেজ ছাত্রলীগ নেতা হারুনর রশিদ হারুনের নেতৃত্বে অামার সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অামি অাশা করি।

কমিটির বাকি সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে ঘোষনা করা হয় মোহাম্মদ জোবাইর,মোহাম্মদ ফয়সাল, অারিয়ান সায়েদ, অাব্দুল অাহাদ, মোহাম্মদ সিফাত,মোহাম্মদ শামীম, রিফাত মুনতাসির,মোহাম্মদ মুজিবকে।

যুগ্ন-সম্পাদক সাধারন সম্পাদক করা হয় মুনতাছির অারমান,অাব্দুল্লাহ অাল সাঈদ জাহেদুল ইসলাম,মাহামুদুর রহমান টুটুল, মোহাম্মদ ইমন,মো: হারুনর রশিদ হিরোকে।

সাংগঠনিক সম্পাদক করা হয়
মোহাম্মদ কাইছার হামিদ,মোহাম্মদ সাখাওয়াত,সবুজ মল্লিক,সিফাত উদ্দিন জনি।

প্রচার সম্পাদক মোহাম্মদ সাঈদ এবং উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ মিনহাজকে।

অর্থ সম্পাদক মোহাম্মদ সাঈদ ও উপ-অর্থ সম্পাদক রিফাদুল ইসলাম রাজ।
দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমরান এবং উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মাইনু
ক্রীড়া সম্পাদক মোহাম্মদ অালভি সাকিব এবং উপ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জোনাইদ।

ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিহাদ,
উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওসামা।

সমাজসেবা সস্পাদক অাসিফ মোহাম্মদ ফয়সাল,উপ-সমাজসেবা সম্পাদক মোহাম্মদ রাকিব।

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ সবুজ,উপ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ তনয়।

কার্য নির্বাহী সদস্য হয় মোহাম্মদ ইমরান, মোহাম্মদ জাবেদ,মোহাম্মদ হামিদ, মোহাম্মদ মিনহাজ,মোহাম্মদ রণি, মোহাম্মদ নাঈম,মোহাম্মদ সাজ্জাদকে
কমিটি ঘোষনা করেন।

Powered by themekiller.com