Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা

শিরোনাম-চাতকের গান
কলমে-রশ্মিতা দাস
১৪.০১.২০২৩

থৈ থৈ নিরালায়
বৃষ্টি জানালায়
আমি দু হাত বাড়িয়ে দিলাম
সোনার এ পিঞ্জরে
ব্যাথা বৃষ্টি ঝরে
দুটি ছবিকে মিলিয়ে দিলাম…

আকাশ জুড়ে অভিমান
রক্তগোলাপে বিরহ ঘ্রাণ
ঘনঘোর যত আঁধিতে উন্মাদিনী ডানা
শিকলে হাতড়ায় ত্রাণ…

লুকোনো ক্যানভাসে আজ
গোপনে রাঙাই যত লাজ
গোপনে আঁকি অতল সে প্রশান্ত আঁখি
আকাশের কালোয় সে সাজ…

থৈ থৈ নিরালায়
বৃষ্টি জানালায়
আমি দু হাত বাড়িয়ে দিলাম
মেঘ যে হারাল রাশ,
কান্নাভেজা আকাশ।
দুটি ছবিকে মিলিয়ে দিলাম…

——————————————-

শিরোনামঃ অতীত স্মৃতির হামাগুড়ি
কলমেঃ মুহাম্মদ জিয়াউল হক
তারিখঃ ১৫/০১/২০২৩ খ্রি.

জীবন-জাহাজ চলার পথে
দু:সহ স্মৃতির ডুবোচরে,
স্বভাব গতি হারিয়ে সে যে
আটকা পড়ে বারেবারে।
যতই করি হায়রে সাধন
অতীত স্মৃতির বিয়োজনে,
ততই অতীত দেয় যে মনে
হামাগুড়ি সঙ্গোপনে।
সুখের দুখের অগন স্মৃতি
করে খেলা হৃদয়-কোণে,
দূরের অতীত মনের চোখে
ভবিষ্যতের স্বপ্ন বুনে।
ভবিষ্যতের স্বপ্ন ধরে
দেয় যে অতীত পিছু টান,
ভবিষ্যতের স্বপ্নসুখে
অতীত গায় যে হারার গান!

——————————————–

হোলদে বনে
মতিউর রহঃ নাসির
১৫-০১-২৩
সোষ্য ফুলির বনে,
হোলুদ রঙের ম্যালা।
মন কেড়ে ন্যায়,
চোক যে হারায়
ফুলে ফুলে,
হোলদে ঘনো বনে।

মন বাধনে লুটিয়ে পড়ে,
উদাশ কাড়া চঞ্চলিয়ে।
ভ্রমর নুপুর দোলনও গুণ গুণ,
দুলিয়ে নয়ন সুধারও সম্মোহন,
নেচে নেচে ধায়।

শিশির হাওয়া মাতাল ফুলো বন,
দমকালো পথ ভুলে গেছে।
জড়িয়ে গায়ে হৃদয় লুটে,
মিষ্টি রোদে রং ফুটেছে,
মায়ারি মাতম।

তোরা আয় দ্যাখরে মায়ার কুল,
হোলদে ফুলে বিছিয়ে আছে,
রঙের চাদর মেলে,
আড্ডা খুসির বিলিয়ে দে মন,
সাজিয়ে নে তোর প্রানের বচন।
চরন চপল হোলদে দাওয়া,
প্রেমও প্রাণ আকুল।

——————————————–

স্মৃতিরেখা
*****
তালাই পেতে তাস খেলাতে
যদি মাতো দুপুর বেলায়,
সুখের খোঁজ পেতেও পারো
ফেলে আসা স্মৃতির পাতায়।

শিরিষ ফুলের পাপড়ি থেকে
প্রাণ ভরানো সুগন্ধি মেখে
ভোমরারা সব দলে দলে
খেলা করে নিশুন্দির বেগুনী ফুলে ।

দিনগুলো সব যায় না ভোলা
জীবনটাতো খোলা মেলা,
হাসি খুশি কাটবে সময়
মনের দরজা যদি রাখো খোলা।

বারান্দার কোনে কোনে
উঠোনের মধ্যিখানে,
রোদ উঠলে লাগবে ভালো
বোঝা যাবে জীবনের মানে

প্রজাপতির সাথে সাথে
দৌড়ে গিয়ে ভোরবলাতে,
ফুলবাড়ীর রঙে মন রাঙিয়ে
ঘুমিয়ে পড়ো স্বপ্নমাখা রাতে।
##
©দয়াময় মাজি,দুমকা, ঝাড়খন্ড।
তারিখ –১৪/০১/২০২৩

——————————————-

পরশ
শ্রীসেন বিশ্বজিৎ
হাসি রোজ ‘ডবলডেকার’ রুটি করে রাখে;
অফিস থেকে ফিরে
আমি তো একখানা খাই-
‘ও’ মুচকি হাসে।

খাওয়া নিয়ে এই টানাটানি খেলায়
প্রেম জমে ওঠে।
রোগা হাড়ে মেদ-
না আসেনি এখনও;
বাড়ন্ত সময়ে জমেনি তখনও।

হাসির উপাচারে তবু সম্ভাব্য আয়োজনে
আজও অনিচ্ছায় গলাধঃকরণ;
‘ও’ মুচকি হেসে
বসে পাশে-
শীতল পরশে বেশ
সুখ ভ’রে ওঠে।
@শ্রীসেন

——————————————-

গণতন্ত্র
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

সত্তরের ভয়াল কালো রাত পেরিয়ে
পায়ে হেঁটে শত কিলোমিটার পেরিয়ে
পার্শ্ববর্তী ভারতের রিফিউজি ক্যাম্পে
খেয়ে না খেয়ে থাকা মায়ের জরায়ু
চিহ্ন করে ষোল ডিসেম্বর রাত বারোটায়
বিজয়ের সুবর্ণ মুহূর্তে জন্ম নেওয়া শিশু।

সত্তরের মনান্তর,পনেরো আগষ্টের
দূর্বিসহ স্মৃতি হৃদয়ে ধারন করে
শৈশবের দূরন্ত সময় অতিবাহিত করে।
কৈশোরে সেনাশাসনের ঝলকানিতে
কখন যে সৈরশাসক এসে যৌবন শেষে
জীবন ক্ষয়ে যাবার অপূর্ব দৃশ্য দেখেছি
নিজ চোখে নিঃসঙ্গ নিরবে ঠাই দাঁড়িয়ে।
জীবনের ক্রান্তিকালে গণতন্ত্রের স্পর্শে
জীবন সাত রঙে রাঙানোর সুযোগটা
কখন কিভাবে যে হাতছাড়া হয়েছে
তা বুঝে উঠার আগেই সব শেষ।
ভুল বোঝে সবাই, মন বোঝার নেই,
মৃত্যুটাই সত্যি,কর্মের মূল্যায়ন কই?

Powered by themekiller.com