Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর প্রানবন্ত কবিতা “তোমার বাড়ির আঙিনায়”

কবি সারমিন জাহান মিতুর প্রানবন্ত কবিতা “তোমার বাড়ির আঙিনায়”

তোমার বাড়ির আঙিনায়
সারমিন জাহান মিতু
—————-
শিউলী তলায় পূজারআসর
সাজায় যে জন,

তার প্রেমের ই পদ্য লিখ।

আমি না হয় আমার মতো
গভীর প্রহর অপেক্ষার
নিশ্চল গদ্য লেখক।

অনেক করে বলতে গিয়ে থেমে আছি
বাস্তবতার বিবেচনায় আমি কি আর আমি আছি।

গগনতলে মরানদী তাকিয়ে থাকি।

ইতিহাসের এক সকালে
শিশির হয়তো শিউলি ফুলে শিউরে ওঠার
মিথ্যা মায়ায় আত্নহুতি।

error: Content is protected !!

Powered by themekiller.com