Breaking News
Home / Breaking News / চাঁদপুর কচুয়ার নাউলায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

চাঁদপুর কচুয়ার নাউলায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নাউলা গ্রামের সিরাজ কন্ট্রাক্টর বাড়ির আনোয়ার হোসেনের বসত বিল্ডিংয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
সরজমিনে গেলে আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার (৩জানুয়ারী) ভোর রাতে দুর্ধর্ষ ১০/১২ জনের ডাকাতদল বসত বিল্ডিংয়ের কলাপছিবল গেইটের তালা ভেঙ্গে গৃহে প্রবেশ করে ৩টি কক্ষে পরিবারের ৭/৮ জন সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত বেঁধে আনোয়ার হোসেনের স্ত্রী, শ্বাশুড়ি, মেয়ের পরিহিত স্বর্ণ অলংকার খুলে নেয় এবং আনোয়ার হোসেনের বালিশের নিচে থাকা স্টেলের আলমিরার চাবি নিয়ে আলমিরা খুলে ড্রয়ে সংরক্ষিত স্বর্ণ সহ সর্বমোট প্রায় ১২ ভরি স্বর্ণ যাহার মুল্য ১০ লক্ষ টাকা ও নগদ ৩২ হাজার টাকা লুটে নেয়। ডাকাতরা চলে যাওয়ার পর ৯৯৯ কল দিলে ভোর রাতেই টহল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং সকালে কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল, ওসি তদন্ত হারুনুর রশিদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন ও প্যানেল চেয়ারম্যান মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

error: Content is protected !!

Powered by themekiller.com