পরিচ্ছন্ন শব্দের গ্রন্থিতে
অনমিত্র
আত্মসমর্পিত কবির কলমে যদি উঠে আসে
নির্ভুল পরিচ্ছন্ন ঢেউ,
পরিচ্ছন্ন কেউ,
পরিচ্ছন্ন সেও,
ভূমিকায় প্রকাশিত অদ্য
উৎসবেও যতটুকু শাশ্বত,যতটুকু গদ্য,
নীলিমায় যতটুকু নীল,
স্তব্ধ মাঠ,শাপলায় ভরে থাকা বিল,
এসব ছেড়েও যদি ছপছপে কাদাজল বেয়ে,
মাটির প্রদীপ নিয়ে কেউ আসে,
স্পষ্ট ধানের গন্ধ,কেউ যদি ভালোবাসে,
মূহুর্তে যেটুকু হলাহল,
চিরে যাওয়া অলকানন্দা মন,
আকস্মিক জবরদখল,
কখনো জননী বলো,কখনো যোগ্য প্রিয়তমা,
যেখানে আশৈশব জমা,
যেখানে কবিতা গেছে ভেসে,আগুনে অনস্তিত্বে,
কলকাতার অলৌকিক অলিতে গলিতে,
একপাশে চায়ের দোকান, কথা হয়,
একপাশে কোনো কথা নয়,
শুধু শুধু ভেসে যাওয়া,
আকস্মিক ধানফুল,রোজ খুঁটে খাওয়া,পরিচ্ছন্ন শব্দের গ্রন্থিতে,
কেউ তো চেনেনা বলো,
এখনো আটকে আছি সময়ের বয়ঃসন্ধিতে।