Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর অসাধারণ কবিতা “এমন একটা রাত আসুক”

কবি সারমিন জাহান মিতুর অসাধারণ কবিতা “এমন একটা রাত আসুক”

এমন একটা রাত আসুক

সারমিন জাহান মিতু

২১-১১-২০২২

রাত হলেই যন্ত্রণার সাঁকো ছিন্ন করে স্বপ্ন আঁকি- স্বপ্নীল সূর্য উদয় দেখবো বলে,

কিন্তু ঘাসের ডগায় যে শিশির বিন্দু সূর্য তাকে হরণ করে – অমাবস্যার ঘোর কেটে আলো পায় পৃথিবী।

আমি সূর্য দহনে পুড়তে চাই না বলে – বিসর্জন দেই সে আলোর প্রভাত,

জীবন অঙ্কটা সেখানে থমকে যায় – মেলাতে পারিনা কিছুতেই।

সাদা পৃষ্ঠা জুড়ে শুধু শূন্যের সূত্রের সাথে যুদ্ধ করি- হেরে গিয়েই মেনেই – অঙ্কে বড্ড কাচা আমি।

সুখ-দুঃখের খেলার মাঠে নেমে আসে আবার সন্ধ্যা – পাখিদের কলকাকলীতে ঘরে ফেরার তাড়া,

আমি আপন মনে ভাবি কি ঘর – কি সংসার, কি চাওয়া – কি পাওয়া শুধু শূন্যটা চেয়ে থাকে হা- করে।

আবার রাতের কোলে সঁপে দেই নিজেকে স্বপ্ন দেখবো বলে,

এমন একটা রাত আসুক যেনো ভোর না হয় কোনদিন – স্বপ্ন ভাঙা খবরের কাগজে কোন শিরোনামে।

কল্পলোকের স্বর্গ হতে ছিনিয়ে আনি তোমার জন্য নক্ষত্রের সোনালী প্রান্তর,

পথহারা বাউলের একতারায় বাতাসের সুর তুলি- এই তো বেশ আছি – বাস্তবতা পুড়ে খাক হোক রোদের বুকে।

না- ই-বা দেখা হলো ভোরের নির্ঘুম সূর্য তোমাকে,

আমি রাতের কোলে মাথা রেখে গল্প করি চাঁদের বুড়ি তোমার সাথে – একাকিত্বের অভিশাপে অভিশপ্ত জীবনের।

Powered by themekiller.com