Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা ” আমার অন্তর্ধানে “

কবি সারমিন জাহান মিতুর কবিতা ” আমার অন্তর্ধানে “

আমার অন্তর্ধানে

সারমিন জাহান মিতু

১০-১১-২০২২

চলে যাবো যাবো করে থেকেই গেলাম অনেকটা বছর,

কিন্তু যেদিন আমার সত্যিকারের উপন্যাসের অন্তর্ধান সেদিন কেন

তোমার জন্য মন খারাপ আমার।

তবে কি তোমার জন্য আমার মায়া নাকি ভালোবাসা গুমরে কেঁদে উঠলো,

জানি না – বিশ্বাস করো তোমাকে ছেড়ে চলে যাবার কথা

ভাবতেই পারছি না।

মানুষের মন যে কত কথা বলে
কিন্তু শেষ সময়টা আসলে
তখনই তো বুঝতে পারে সে কি চায়,

আমিও চাইছি একমুঠো রোদে
কনকনে শীতের সকালে মেঠো পথে হাঁটতে – অথবা লেপের উষ্ণ আদরে আলিঙ্গনে তোমাকেই।

তাই তো বলছি চলো না এই ধরত্রী ভালোবাসার ফুলে ফুলে সাজাই আমরা দুজনে,

পাখিদের গুঞ্জন- ঝর্ণার কলতানে অথবা সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে এপাড় ছুঁয়ে ওপাড়ে ভালোবাসা ছড়িয়ে দেই – মানুষ আমাদের মতো ভালোবাসতে শিখুক।

অস্তিম এই সূর্যটাকে ছুঁয়ে দেখো কেমন আবির মেখেছে তোমার রঙে,

আবার হয়তো ফেরা হবে না নতুন প্রভাতে আমার অন্তর্ধানে – তাই তো বলছি আর একটু বেশি ভালোবাসো – পথ ডেকেছে রংধনুর সাঁকোর পাড়ে।

Powered by themekiller.com