Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

অন্ধ প্রেমের ইতিহাস ”
জসিম উদ্দিন’ অচিনপুর ”
০১/১১/২০২২!
গা, ঘেঁষে থাকা মানুষটা যখন নিশ্চুপ হয়ে
যায়, তখন বুঝে নিও গায়ের গন্ধ কিছুটা
মিশ্রিত হয়ে যাচ্ছে।
ঠোঁটের লিপিস্টিক যদি শুকিয়ে যায়
তাহলে ভেবে নিও দিব্য চুম্বনের
অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।
শরীরের আলতো ছোঁয়ার জায়গা গুলো
যদি লুকিয়ে যায় তাহলে ভেবে নি ও
চোখ দুটি অন্যদিকে সরিয়ে
নিয়েছে,….কিন্তু…?

——————————————–
শিরোনাম – আবছা হয়েছে আলো
কলমে – প্রাণেশ রঞ্জন গোস্বামী (পরিখা)
তারিখ- ৮/১১ /২০২২

বিকেল সাজে আবছা হয়েছে আলো,
বিরাম বিহীন বাড়ছে মনের কালো।
বাড়ছে মনের খাই কোথায় হবে ঠাঁই,
ইহ জীবন চলছে তাই ভেবে না পাই। ।

ঘুরে ফিরে চারিদিকে তাকাই,
উদ্বাস্তু মনের ঠাঁই কোথা পাই ।
অদ্ভুত প্রেমে জ্বালার উৎপত্তি,
ক্ষুধা নিবৃত্তির কারণে প্রাপ্তি ।।

আবছা আলোর মিছে আশা,
কুড়িয়ে পাওয়া ভুতের ভালোবাসা।
শান্ত মনে কাঁদা ছড়ালো,
কলংকের দাগ গায়ে কে মাখালো ।।

বৈধব্যের ঘুমো ঘরে কে দেয় ঝাকুনি,
মনের ঘরে গরমিল হিসেব কেন রাখোনি।
চরণামৃত হলো আজি আচমকা অশুদ্ধ,
তোমার ছুয়ায় ভালোবাসা বাকরুদ্ধ।।

সকাম প্রেমে মিলন হয়না নিরিখে
কল্পনার উৎপত্তিতে সাকার চিত্র সে কে
বসে নিরবে যাবো ফিরে উল্টো রথে
আশার সমাধিতে আবছা আলো কিসের ইংগিতে।

——————————————–

পথো চেয়ে থাকি
আরজুমা আক্তার

দিনের শেষে অবশেষে, আজিকে এ তিমির রাতে
কষ্ট দেখি মনের ভিতর,আমায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদায়।
উকিঁ দিয়ে তাকিয়ে দেখি, মনের ঘরের কোণে
তোমার কথা ভেবে ভেবে মনে লাগে কষ্ট
মাঝে মাঝে আঁকড়ে ধরে আমায় অ-দৃষ্ট।
দিনের শেষে রাত্রি বেশে, আঁধার নামে ঘরে
কেমন করে বুকের ভিতর, তোমায় দেখার তরে।
ফিরে এসো আমার নিকট, নয়ন-পাতা ভিজে
কষ্ট পাই এখন আমি, হৃদয়ে লাগে ব্যথা।
হৃদয় মাঝে অনুভূতি মোর করে খেলা
অপেক্ষার প্রহরগুলো হয়না যেনো শেষ
পথো চেয়ে থাকি তোমায় আশায়
তুমি আসবে কাছে বসবে বুকে নিবে টেনে
গড়বো মোড়া ঐক্য সুপ্ত ভালোবাসার ফুল বাগান।
যেখানে শান্তির শীতল বাতাসে বয়ে যাবে
আমার চিরনিদ্রার অফুরন্ত প্রহর তোমাতে ঘিরে।

——————————————-
#বসত_করে
#শিমলা

তোমাতেই আমার বসত বলতে পারিনা আমি,
মুগ্ধতার চৌকাঠে সারিসারি অদৃশ্য চন্দ্রমল্লিকা,
কখনো পরিনি খোঁপায় ,
উদযাপনের ভঙ্গিতে রোজ কিনে ফেলি কিছু না কিছু ,
প্রয়োজন কিংবা অপ্রয়োজন দুটোই অস্পষ্ট।
অনেক কাল আগে চোরা সিন্দুকে কিছু কিছু অপ্রাপ্ত অনুভব জমিয়েছিলাম আমার বলে,
খুঁজতে গিয়ে দেখলাম শূণ্যতার সুরে মাখামাখি সেখানটাই।
তোমাতেই আমার বসত বলতে পারিনা আমি,
চারপাশে ছড়িয়ে আছে ঝরা পাতা, ভাঙা আয়না, বিষন্ন বিকেল,
গলির অন্ধকারে ভেঙে পড়ে আছে কাচের চুড়ি,
ছেঁড়া কাপড়ে ভ্রমরের চাক, আর উত্তেজনার আব্রু।
তোমাতেই আমার বসত বলতে পারিনা আমি,
সুগন্ধি চন্দনের সুবাস নাকে লাগে তোমার, প্রাপ্তির খাতায় উসখুস করে অন্তরঙ্গতা,
আর আমি একই পুকুরে সাঁতার কেটে শ্যাওলা লাগায় গায়ে ,
বিভ্রম এযে,
বসতের ঘরে মিথ্যার বেসাতি শ্বাসরুদ্ধ করে আমার,
“তোমার ঘরে বসত করে কয়জনা, মন জান না “।

——————————————–

ভালবাসার জন!!
শেষ পর্ব।
…হুমায়ূন কবীর মিঠু

বহুদিন বহুপথ ধরে চাওয়া অনাহুতির বহুক্ষণ!
বহুরূপের বহুমানুষ দেখে বুঝে খুঁজে ফেরা আহুতির একজন!
আমার হবে বলে, হতে পারে, নিতে হবে, খুঁজে পেতে মোর…
যে একমাত্র….
যে একাত্মের….
যে একমাত্রায়….
যে সে, মাত্রজন!
একমাত্র একজন সে শুধুই আমার জন!
আমিময় আমার খোঁজার
সে জন, আত্মতার!
বহুদিন-ক্ষণ পথ ফিরে আপন মহিমায় নারী সে, আমার একমাত্র প্রেমিকাজন!
দিবানিশি প্রেমের অহোরাত্রে প্রেমিকা আমার সে, ভালবাসারজন!
বহু পথমালার দিন চলে গেলেও
বহুদিন বহুরূপের মানুষ গুলো ফেলেও
বহু খোঁজের বহুজন কে পেলেও
আমার আত্মতার মাত্রজন যে সে, একজন!
তবদিন ফেলে প্রতিক্ষিত দিনের আলোকে জীবনময় হলো শেষেও
অতঃপর একমাত্র একাত্মের একমাত্রার তুমি আমার সে, মাত্রজন!
যে, আমার এই মনজান!
সে শুধুমাত্র মেহেরজান!
যে আমার প্রেমের মহিমায় আপনজন!
প্রথম বেলা হতে প্রথমত চাওয়া প্রেমের মানুষ আমার প্রেমিকাজন!
প্রেমময়ী প্রেমিকা আমার মেহের ভালবাসাতে যে, ভালবাসারজন।

——————————————–
কলমেঃ মহাদেব চট্টোপাধ্যায়
কবিতাঃ শুধু তুমি
তাৱিখঃ ০৯ /১১/২০২২

এসো এসো এসো প্রিয়া
হৃদয় প্রেম ধামে ,
প্রীতি নদীৱ মিলন সঙ্গমে
প্রেম পবিত্র আশ্রমে |

হৃদয়ে মহুয়াৱ গন্ধে ভৱা
প্রেমেৱ মাধুরীৱ সৌৱভে ,
মোদেৱ ভালোবাসাৱ সাত মহলে
মন ময়ূৱেৱ গৌৱবে |

দিবস ৱাত্রি প্রেমেৱ যাত্রী
স্বপ্নিল প্রেম জাগৱণে ,
ধনকুবেৱ ঐশ্বর্য তুচ্ছ হেথায়
অমৱ প্রেমেৱ বন্ধনে |

গভীৱ প্রেম সতত মৌন
শুধু জানে দুজন ,
বিধিৱ দান এমনই দুর্লভ
প্রেমেৱ আয়ু বহুজীবন|

প্রেমেৱ আস্কারাতে খুশীৱ বন্যা
নদীৱ স্রোতেৱ টান ,
অন্তৱে উৎসবেৱ জলেৱ স্ফীতি
জোয়াৱে চাঁদেৱ আকর্ষণ|

যেদিকে তাকাই শুধুই তুমি
শয়নে তুমিই স্বপন ,
হৃদয়েৱ কায়াতে তোমাৱই মায়াতে
প্রাণবায়ু সম অনুক্ষণ |

Powered by themekiller.com