Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

2/11/2022
।। নদীর মতো প্রেমিক ।।
—- মেঘা ঘোষ
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
বহুদূর হতে দেখি আমি
বেসেছ কেমন ভালো?
মাটির তলায় পাতাল পূরে
যেমন ঝর্না জমকালো!
বহু গভীরতা বুকে আগলে
নীরবে ঝড়ে জল!
আমার জন্য তোমার মনেও
ঠিক তেমন প্রতিফল!
শুধু বোঝা যায় ঝর্নার জল
বহু উপর হতে –
পাহাড় কেটে গতির ধারায়
বইছে নদীর স্রোতে!
কাউকে কিছু বলেনা কোথাও
নিজের ধ্যানে মগ্ন!
শুধুই ভালোবেসে গাইছে ব্যাথা
করছে চিন্তা নগ্ন!
অন্তঃসলিলা বইছে কোথাও,
প্রবল বেগে স্পষ্ট!
সৃষ্টে নদীর উদরতায় –
হৃদয়তায় সে শ্রেষ্ঠ!

——————————————–

কানা খোঁড়া
০২/১১/২০২২
খোঁড়াকে বলো না খোঁড়া
কানা কে কানা
কথাটি তো প্রথম থেকেই
সকলেরই জানা।

ভাগ্য অথবা স্রষ্টা ভগবান
করেছে ওদের অমন
তবু ওরা বেঁচে থাকে
ক’রে নিয়তি দমন।

ছোট চুরি করে যারা
খিদের তাড়নায়
ধরে বেঁধে রেখে তাদের
করে সবে পিটাই ।

বড় চুরি করে যারা
তারা হয় বীর
বীরের মর্যাদা পায় যেন
তুলসী ধোয়া নীর ।

এ কেমন দেশ রে বাবা
ভন্ড পায় আদর
সত্য পথে চলে যে
তার নেই কদর।

——————————————–
ভালোবাসা হারিয়ে যাচ্ছে
——দীন মুহাম্মদ

ভালোবাসা দিবসে ভালোবাসা নিয়ে চলে মাতামাতি
এর পরে ভালোবাসা বহুদূরে যায় উড়ে রাতারাতি ।

আজ স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসার অভাব প্রকট
মা-বাবার প্রতি ভালোবাসা হারিয়ে গেছে সুদুরে
গরীবের প্রতি দয়া আজ বিলুপ্তির পথে
অসহায়ের প্রতি মমতা অস্তিত্ব সংকটে
সার্বজনীন ভালোবাসা এখন কেন্দ্রীভূত
প্রেমিক-প্রেমিকার হৃদয়ে ।

এখন ভালোবাসা লোকে অন্তরে ধারণ করে না
এখন ভালোবাসা পথেঘাটে প্রদর্শন করে ।
ভালোবাসার সময়কাল তিনশ পঁয়ষট্টি থেকে
নামতে নামতে নেমে গেছে এক-এ ।

হায়রে ভালোবাসা ! বেচারি ভালোবাসা !
সে কি একদিন রয়ে যাবে শুধু অভিধানে!!

——————————————–

শিরোনাম:- লোভ
কলমে:- রঞ্জন ঘোষ
তারিখ:- ০৩/১১/২২

শুধু আর্থিক লাভের জন্য কিছু লোক
করে ফেলে এক মারাত্মক অপরাধ,
সমস্ত বোধ বুদ্ধি বিসর্জন দিয়ে নদীতে,
হয় তাদের মনে অর্থ উপার্জনের বড় সাধ।

ওরা সবাই সমাজের মহান গণ্যমান্য সব লোকজন,
কেউ কন্ট্রাকটর কেউ ইঞ্জিনিয়ার আবার কেউ নেতা,
নদীর ওপর পেয়েছিলো এক ব্রীজ সারানোর বরাত,
লাভের জন্য শুধু জোড়াতালি দিয়ে রং করেছিলো সেথা।

ফল যা হবার তাই হলো অবধারিত ভাবে
ভেঙে পড়লো সেতু হুড়মুড় করে নদীর বুকে,
অসংখ্য মানুষ হলো নির্মমভাবে আহত ও নিহত,
আত্মীয় পরিজনেরা ভেঙ্গে পড়লো নিদারুন শোকে।

সারাদেশের জনগণ জানালো এর তীব্র ধিক্কার,
সামনে যে ভোট তাই দ্রুত গতিতে চলছিলো এর কাজ,
মানুষের জীবন নিয়ে ছিলোনা ওদের কোন ভাবনা চিন্তা,
তাইতো করলো এমন কাজ, নেই এদের মনে কোন লাজ।

এরা মানুষ না পশু সে বিচার করবে দেশের জনগণ,
যতই আসুক নেতা মন্ত্রী চেষ্টা করতে ড্যামেজ কন্ট্রোল,
যে ব্যথা, বেদনা আর যন্ত্রণা বিঁধেছে মানুষের হৃদয়ে,
কোন জাদু বলে বলো থামানো সম্ভব সেই কান্নার রোল?

——————————————–

#কবিতার_ভ্রুণ
✍️– স্নেহাশিস পালিত
০১-১১-২০২২

উপোষী সকলটাকে জিজ্ঞাসা করে দেখো –
সোনালি কিরণ মেখে দিন চলে কী?
নিরন্ন পেটের আব্দার তাতে মেটে কী?

স্বপ্নিল সন্ধ্যাকে জিজ্ঞাসা করে দেখো –
ব্যর্থ দিনের শেষে আশাহত গোধূলি
পেলো কি মিলনের কাঙ্ক্ষিত অবসর?

পুনমের চাঁদ কোনো কথা দিয়েছে কি –
দিয়ে যাবে নির্মল আলোর প্রতিশ্রুতি?
পূর্বরাগের আবেগী আলাপনে!

অজস্র প্রশ্নের অনিশ্চিত উত্তর –
দিয়ে যাবে অবসাদ বিজড়িত দিনলিপি,
সময়ের কাছে ক্লান্ত প্রত্যাশায়!

আবার সন্ধ্যা নামবে বকের পাখায়,
নিদ্রাহীন চোখে রাত্রির অপচয়ে –
জন্ম দেবে বিক্ষুব্ধ কবিতার ভ্রুণ!

স্থান — বেলঘরিয়া, কোলকাতা/০১-১১-২০২২
সংরক্ষিত@স্নেহাশিস পালিত

——————————————–

শিরোনামঃ বিশ্বের বিস্ময়
কবি মোঃ আনোয়ার হোসেন
তারিখঃ ৩ নভেম্বর ২০২২

মেঘের আড়ালে সূর্য হাসে
মেঘ কাটলে মিষ্টি একটা
রোদ মানুষ ভালোবাসে।
রংধনুর রং দেখে জীবনকে
রঙ্গিন মনে হয়,
অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে
আসা সৌন্দর্য মাধুর্য পূর্ণ হয়।
বিশাল এই ধরনীর কতটুকু জানি?
কেউ কিছু বেশি জানে কারো জানা কম,
পুরোটা আছে অজানার ভেতর,
জানার চেষ্টায় আছে মানুষ নিরন্তর।
স্রষ্টার অপার লিলা আকাশ ভরা চন্দ্র তারা
জমিন ভরা বৃক্ষ তরু লতা জীবন্ত পাহাড়
অপরূপ রূপে ভরা।
তারই মাঝে মানুষের বসবাস নিজের আচ্ছাদিত ঘর বাড়ি,
অপর দিকে বিশাল সমুদ্র আর ধূ-ধূ মরু প্রান্তর মানুষ বাড়ি গড়তে নারি।
এমনও রয়েছে দুই সাগরের পানি একত্রে
মিশে না,
আমরা জানি পানির ধর্ম নিচের দিকে প্রবাহিত হয়,
কোথাও কোথাও এমনটা হয় না।
এই ব্যত্যয় দেখতে হলে যেতে হবে মদিনার ওয়াদি আল জিন পাহাড় কাটা রাস্তায়,
যেখানে নিচের দিকে পানি ঢাললে উপরের
দিকে ধেয়ে যায়।
নিউট্রালে রাখলেও গাড়ি ৬০ কিঃমিঃ বেগে
ধায়,
এরকম কত শত রয়েছে বিস্ময় বিশ্বময়।
বিশ্বের যতো বিস্ময় আমার যে দেখিবার
মন চায়।

Powered by themekiller.com