Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

কষ্টের ভালোবাসি
এস কে বিশ্বাস
তারিখ ২৭-১০-২০২২

দুঃখ সারি মিশছে ঘামে
সুখ খেয়ালী মায়ায়,
চরণ তবু ছুটছে পথে
কষ্ট হীনার আশায়।

পথ ধুলোর অনল তাপে
ফুসকা দুটি পায়,
নিরব হয়ে অশ্রু গড়ায়
সুখ দুঃখের খেলায়।

জীবন তরীর মধ্যে আজ
ডুবছে বন্যা বাত্যায়,
সৃষ্টি মায়ার জ্যোতি দর্শন
থমকে এই ধরায়।

কালচক্রে প্রভুর বিধান
ঘূর্ণায়মান গতি,
সুখ দুঃখ প্রভুর লিখন
জাগ্ৰত মন স্ফূর্তি।

মাধুর্য হীন বদন সম
ক্ষুধার্ত দিবানিশি,
অশ্রু আজ শুকায় গেছে
কষ্টের ভালোবাসি।

——————————————–
এরই নাম ভালোবাসা
কাউসার আক্তার পান্না
৯-২-২০২২ইং

তোমার ভালোবাসা আমার মস্তিষ্কে
পুষ্প নীরের মতো জড়িয়ে রয়েছে।
তুমি বলেছিলে —
আমার স্বল্প জীবনের সবটুকু সঞ্চয়
সবটুকু সুন্দর সবটুকু আনন্দ
বলতে পারো, আমার সবটুকু অহংকার
আমি ঢেলে দিয়েছি তোমার পবিত্র পায়ে
তুমি মহিয়সী নারী, না বলো না।

তোমাকে ফিরিয়ে দেয়ার মতো মানসিক শক্তি
সেদিন আমার ছিলো না।
তাইতো বিত্ত-বৈভবে নয় ভালোবাসার হলো জয়
বসন্তও ছিলো সেদিন হৃদয়ের দোরগোড়ায়।

তোমার হৃদয়ের অলিন্দ ঘিরে ছিলো ভালোবাসা
আর ছিলো বসন্ত বাহারি ফুলের মোহময় সৌরভ,
আমি বিমুগ্ধ হয়ে তোমার হৃদয় তল্লাটে
দুরবিন নিয়ে ঘুরে এলাম।

দেখেছি সেখানে, বলেছো যা, সত্যি সবই
আমি ছাড়া নেই অন্য কোনো মানবীর ছবি।

যেমনি তুমি রেখেছো মন মন্দিরায়
তেমনি আমিও রেখেছি মনের পিঞ্জিরায়।
ক্লান্তি আসে না চোখের পাতায়
অবসাদ ভুলে যাই কাছে পাওয়ার তৃষ্ণায়।
প্রকৃতি জুড়ে মাঘের শীতলতা
আমি চাই তোমার লোমশ বুকের উষ্ণতা।

জরাজীর্ণ প্রকৃতি জেগেছে ফাগুনের টানে
প্রেমের জোয়ার বইছে আমার হৃদ-গহীনে।
ফুলে ফুলে দুলে দুলে ভ্রমর করে গুঞ্জন
তুমি আমি দু’জন মিলে গড়বো নিকুঞ্জ বন।

হরিণীর শাবকের মতো আঁখিদ্বয়
তোমার পানে অবাক তাকিয়ে রয়,
“এরই নাম ভালোবাসা” হলো প্রেমের শুদ্ধ জয়।

——————————————–

জন্মই আজন্ম পাপ
সেন্টু রঞ্জন চক্রবর্তী

অনেক রাতের ঘুম জমে আছে
আমার দু’চোখে,
কতো কথা জমে আছে বলার
আমার মুখে |

সব কথা অভিমানে
হয়েছে পাথর ,
বুকে নিয়েই বেড়াই আমি
নিত্য নিয়ন্তর |

যতবার গেছি কাছে
এসেছি ফিরিয়া ,
আপন করেছি যারে
গেছে সে ছাড়িয়া|

জীবন এমনই বুঝি
কঠিন বাস্তবতা ,
জড়িয়ে ধরে থাকে
গুল্ম লতাপাতা |

অতঃপর দৃষ্টি হারায়
অসীম আকাশে ,
ইচ্ছে আর স্বপ্নগুলি
মেঘ হয়ে ভাসে |

বৃষ্টি হয়ে প্লাবিত করে
ভাসে দুই কুল ,
জন্মই আমার আজন্ম পাপ
ভুল মহাভুল |

(আগরতলা۔ ২৭/১০/২২)

——————————————–
সুভাষ রঞ্জন রায় (128)
বিশ্বাস ।
২৭|১০|২০২২

আমার কেবলই মনে হয় ;
বিশ্বাস বিষয়টি শুধু বোকাদের,
যারা কোন বিষয়ে কাটাছেঁড়া না করেই মেনে নেয় ;
বুঝে না কোন রকমফের ।
ছোট্ট বেলায় ; যখন খুব ছোট্ট ছিলাম ;
দারিদ্র্য সীমার খুব নীচে যখন দেশের অবস্থান,
নুন আনতে পান্তা ফুরায় কিংবা কচু ঘেচু খেয়ে
বেঁচে থাকার চেষ্টা আপ্রান ।
সেই সময় ; যবে দিগম্বর না থেকে ;
গিট্টু দিয়ে ইজার পেন্ট পড়েছি ,
আমার অগ্রজ ; আমি যার তিন বৎসর পরে
এই পৃথিবীতে এসেছি ।
তিনি আমার প্রথম খেলার সাথী ;
বিশ্বাস ভঙ্গ করে ; আমায় বোকা বানিয়েছে ,
বিশ্বাস আর আস্থা বোকারাই রাখে ;
সেটা আমার খেলার সাথী দাদা বুঝিয়েছে।
সীমের বিচী দিয়ে’ দ্যাগ্যা’ খেলা ছিল তখন ;
আমাদের সবার নিকট অতি প্রিয় ,
দাদাটি আমার পুজি ছাড়া খেলেছে একঘন্টা ;
আমার আস্থা বিশ্বাসকে ব্যাঙ্গ করে ; করে হেয়।
তারপর হতে ; দীর্ঘ এই চলার পথে ; কত
দেখিলাম ; কত চিনিলাম ,
বিশ্বাস ভঙ্গের ধাক্কায় ; অর্হনিশি চিরকাল ;
বুঝিতেছি অবিরাম।
বোকা ছিলাম ; এখনো বোকাই আছি ;
সকাল সন্ধ্যা খাইতেছি ধোকা ,
তারপরও বলি ভাল আছি আমি ;
বিশ্বাস করে স্রষ্টাকে ; যেন ছোট্ট খোকা।

——————————————–
শিরোনামঃ অলকপটে।
——–কলমেঃ জহুরুল পথিক
তারিখ:২৭/১০/২০২২খ্রিস্টাব্দ

কিছু ব্যর্থতা আলোর মুখ
দেখায় জীবন রথে
কিছু স্বপ্ন দেখে অন্তহীন
ভালোবাসায় মজে আপন হৃদ মন্দিরে।

কিছু ভুল বুঝে বন্ধন
ছিন্ন করে চলে আনমনে মানব
কিছু পেতে কিছু শর্ত ছাড়ে
মন ভেঙে মন গড়ে মানব।

কিছু স্বপ্ন দেখায় মানব
আবেগ মাখা মনে
বাস্তবে মিল পাইবে না
কিছু নিষ্ঠুরতা খুঁজে পাবে হৃদে।

কিছু না পাওয়ার আশা মনে
অলকপটে ভেসে আসে
সুন্দর কিছু জীবন রথে,
কিছু স্বপ্ন মানুষকে কাঁদায়।

——————————————–
আজ পাঁচটি দিলাম, কবিতা খুজে পাচ্ছি না

Powered by themekiller.com