Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

মানুষের ঢাকনা
এম. হানিফা

টাক ঢাকতে টুপি আর
দাড়ি ঢাকতে মাস্ক
চরিত্র ঢাকতে তেল আর
স্বভাব ঢাকতে মুখ।

নয়ন ঢাকতে কালো চশমা
সূর্য ঢাকতে মেঘ
নষ্ট ঢাকতে ভালোর প্রলেপ
মিথ্যা ঢাকতে আবেগ।

কর্ম ঢাকতে অপপ্রচার লাগে
সত্য ঢাকতে শয়তানি
রূপ ঢাকতে পর্দা লাগে
অন্যায় ঢাকতে বেঈমানী।

সম্পর্ক ঢাকতে অপবাদ
চন্দ্র ঢাকতে অমাবস্যা
মান ঢাকতে অভিমান আর
নকল ঢাকতে তামাশা।

গন্ধ ঢাকতে স্প্রে আর
মন্দ ঢাকতে দালাল
শরীর ঢাকতে কাপড়-পোশাক
মুখ ঢাকতে রুমাল।

লোভ ঢাকতে কছম আর
ক্ষোভ ঢাকতে ভান
সুনাম ঢাকতে সমালোচনা
সম্মান ঢাকতে অপমান।

মেধা ঢাকতে দুর্নীতি লাগে
অন্ধকার ঢাকতে আলো
পাপ ঢাকতে লেবাস লাগে
শোক ঢাকতে কালো।

——————————————–
যৎকিঞ্চিত বিরহ
শ্যামল চন্দ্র ভাওয়াল

যদি তুমি করতে আঘাত
আমায় ভালোবেসে,
পেতাম না ব্যথা আমি
তোমার দেওয়া ক্ষতে।

ধন্য হতাম বাসলে ভালো
মনের মতো তুমি,
আঘাত ব্যথা ভুলে যেতাম
সুখী হতাম আমি।

এই জীবনটা পূর্ণ হতো
তোমার ভালোবাসায়,
চাইতাম না কিছু আমি
দিতাম ছেড়ে দুরাশা ।

কতো স্বপ্ন মনের মাঝে
উতাল-পাতাল করে,
কেমন করে দূরে থাকো
আমায় রেখে দূরে।

(বদরপুর
কুমিল্লা)

——————————————–
প্রতিদিন কবিতা
শিরোনাম – অশ্রু
তারিখ – ২০-১০-২০২২
কলমে – অমরেশ দেবনাথ

**********************

প্রেম কি নীরব শ্রাবণ আসবে উড়ে হে,
সকল সুরে সকল রসে ঐ অনুরাগেতে,
প্রেম কি গোপন স্রোত আসবে ভেসে,
নীরবে ছুইয়ে যাবে কি সুখের পরশে,
কোথায় আছে তার বীজ লুকিয়ে যে,
কোথা হতে মেলেছে পাতা নব রঙেতে,
রঙিন করে সকল কালো আবিরেতে,
নতুন প্রাণের স্রোত টেনে নব জীবনে,
অনেক ঘুরেছি শুকনো পথে লুকিয়ে,
পাইনি কোন শীতল ছোঁয়া নিবেদনে,
একটু একটু করে সবই গেলো পুড়ে,
শুধুই ছিল ধূসর ছাই রিক্ত এ মনেতে,
যখন প্রেমের তরী ভাসলো মান ভুলে,
একে একে এসেছে মেঘ শীতল করে,
তুমি পথেই ছিলে আমার পথ যে চেয়ে,
আমি বুঝিনি জগতের এ আলেয়াতে,
কোথায় প্রেম আছে বীজেতে লুকিয়ে,
খুলুক আমার চোখের পাতা অশ্রুতে।

——————————————–
গদ্য কবিতা
শিরোনাম–স্ট্রেচার
কলমে–মাধব দেবনাথ
২০/১০/২০২২

গভীর রাত অ্যাম্বুলেন্সের শব্দে
ঘুম ভেঙ্গে গেলো স্ট্রেচারটির,
নিশ্চয় কেউ আসছে।
হাস্পাতালের বাইরে নীরব- নিস্তব্ধ,
শীতের রাত।
কুয়াশায় ঢেকে রাখা স্ট্রিট লাইটের
ক্ষীণ আলোতে দেখা যায়
কয়েকটি দেশী কুকুর দল বেঁধে
শুয়ে আছে রাস্তায়
কখনও করছে ঘেউ ঘেউ।
শহরের ক্লান্ত মানুষগুলি
দিনের শেষে শরীরটা বিছানায়
এলিয়ে দিয়ে নিদ্রামগ্ন।

তাদের থেকে কেউ একজন
টেনে নিয়ে গেলো স্ট্রেচারটি
সাদা অ্যাম্বুলেন্সের ভেতর থেকে
পেছনের দরজা দিয়ে
রক্তাক্ত এক যুবকের দেহটিকে
নামাচ্ছে ম্লান মুখের কয়েকজন হয়তো স্বজন।
ওঃ। আহঃ। করুণ আর্তনাদ
রিক্ত স্ট্রেচারটিতে তুলে টেনে
নিয়ে গেলো ইমারজেন্সিতে যেখানে
যেখানে গভীর রাত পর্যন্ত
রোগী দেখছে সাদা অ়্যাপপ্রণ পরিহিত
নার্স সমন্বিতে একজন ডাক্তার।

ইঞ্জেকশন, স্যালাইন ওষুধ দিয়ে
পাঠিয়ে দেয়
স্ট্রেচারে তুলে দ্বিতীয় মহলার
পুরুষ ওয়ার্ডে।

——————————————–
শিরোনামঃ চেনা হলো না
——-কলমেঃ জহুরুল পথিক
তারিখ; ২০/১০/২০২২ খ্রিস্টাব্দ।

চেনা শহরে সবাই অচেনা
চেনা হলো না সাত সাধক জনা,
যাঁরা তনু মনে করে বসবাস,
লিখে মোর পাপ-পূণ্য কার্য খানা।

চিনতে যাই ভিন্ন গ্রহে
ভিন্ন ভিন্ন মত জাগে মানব বনে,
অভিন্ন এক রাগিণী রাজ,
আপন দেহে বাঁণ মারে।

অন্যের রূপ নেশা মত্ত মন
নিজ রূপের নেই কোনো খবর,
সাত ঘাটে হলো না স্নান মোর,
চেনা হলো না সাত সাধকের ধন।

স্বর্গের সুবাসের আদলে
নরকের ধোঁয়া উড়ে তনু মন মাঝে
দেওয়ান আব্দুল মালেক বলে পথিক
শুধু নিজকে নিজে চেনা না হলে।

———————-_———————
দৈনিক কবিতা
শিরোনাম:- মন
কলমে:- রঞ্জন ঘোষ
তারিখ:-২১/১০/২২

মন কখন যে কি চায় বুঝতে পারেনা কেউ
মনের চাহিদার নেই কোন নির্দিষ্ট সীমানা,
সে ইচ্ছামতো যেখানে সেখানে করে চলাফেরা,
অন্য কারো কথা কখনো সে শুনতে চায় না।

এই মন নিয়ে যত অশান্তি এই মন নিয়েই জীবনের সবকিছু,
মন দখিনা হাওয়ার মতো আপন গতিতে করে চলাফেরা,
তাকে ঠিক ভাবে নিয়ন্ত্রণ না করলে সব শেষ হয়ে যায়,
এই মন নিয়ে মানুষ সারা জীবন করে চলে কাটাছেঁড়া।

মন আছে বলেই আমরা মানুষ বলে সমাজে পরিচিত,
তা নাহলে মানুষ পরিণত হতো অমানুষ বা পশুতে,
একে অন্যকে মন দেয় বলেই তো ভালোবাসার সৃষ্টি হয়,
ভালোবাসা দিয়ে মানুষ পারে পৃথিবীটাকে সুন্দর করে গড়তে।

ভালোবাসা নিয়ে দুনিয়ায় লেখা আছে কত গল্প কত উপন্যাস,
ভালোবাসা আছে বলেই আমরা বেঁচে আছি মানুষের মতো,
না হলে এই পৃথিবীটা ভরে যেতো নির্মম হিংস্র সব মানুষে,
পৃথিবীটা তাহলে স্বার্থপর লোভী দুর্বৃত্তদের হাতে চলে যেতো।

Powered by themekiller.com