Breaking News
Home / Breaking News / কচুয়ায় আশরাফপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন

কচুয়ায় আশরাফপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকাল ৪টায় সম্পূর্ণ গনতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অভিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোটে ৫ জন কে নির্বাচিত করা হয়। তারা হলেন-আবুল কালাম, মাহাবুব আলম, জাহাঙ্গীর আলম, বাচ্চু মিয়া ও সংরক্ষিত আসনে মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হলেন-তাছলিমা আলম।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন- কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলী আশ্রাফ খান। এছাড়াও নির্বাচনে সহযোগিতায় ছিলেন- উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: সোহেল রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সফি উল্যাহ ও কচুয়া থানা পুলিশ সদস্যবৃন্দ সহ অন্যান্য দায়িত্ব প্রাপ্তগণ।

error: Content is protected !!

Powered by themekiller.com