Breaking News
Home / Breaking News / কবি ও আবৃতিকার সুপ্রিয়া সারাহ্ এর কবিতা “বেশ হতো..!

কবি ও আবৃতিকার সুপ্রিয়া সারাহ্ এর কবিতা “বেশ হতো..!

বেশ হতো..!
——————- সুপ্রিয়া সারাহ্

আশ্বিনের এই শিন শিন ভোরে
হিমেল হাওয়া দোল দিয়ে যায়
চা’য়ের পিয়ালায় প্রতিটি চুমুক
আকাশ -পাতাল ভাবায় আমায়।
এই যে এমন স্নিগ্ধ আবেশ–
নেই কোলাহল শান্ত আমেজ
নাই-বা এলো ঝাঁঝালো দুপুর
এভাবেই প্রহর শেষ হতো…
বেশ… হতো…..!

এই যে শহরের অলিগলিতে
বিলাসী শপিংমল, আকাশচুম্বী দালান
সাগরে জাহাজ, আকাশে বিমান
ইলেক্ট্রিক ট্রেন, গ্রহ জয় নভোযান,
কি লাভ এসবে যদি স্বস্তিই না থাকে
চারিপাশে কেবল যুদ্ধ বিগ্রহ হাঁকে,
না হতো প্রযুক্তি এতো উন্নত..
আবরও প্রাচীন এ দেশ হতো
বেশ…. হতো….!

এই যে আমরা মানুষ সকলে
এতটুকু সুখ-শান্তির জন্যে
প্রতিটি জীবন আজ বিপন্ন
ছুটছি কেবল হয়ে হন্যে।
সব মোহ ভুলে, সব মায়া ফেলে
ক্লান্ত জীবন ক্ষান্ত হতো..
নিবিড় স্নেহে, নিথর দেহে
মায়ের কোলে শেষ হতো…
বেশ হতো…! বেশ হতো….!

Powered by themekiller.com