Breaking News
Home / Breaking News / কলকাতার বিখ্যাত কবি ও আবৃতিকার সোনালী আদক এর কবিতা “মায়ের মৃত্যু হয় না “

কলকাতার বিখ্যাত কবি ও আবৃতিকার সোনালী আদক এর কবিতা “মায়ের মৃত্যু হয় না “

মায়ের মৃত্যু হয় না
সোনালী আদক
০১/১০/২২

জানি মা জানি তুমি আছো,এই অন্তরে লুকিয়ে,
মায়ের যে মৃত্যু হয় না মা, নদী যে যাবে শুকিয়ে।
আজ তুমি নির্ঘাত ব্যাস্ত, ঐ ষষ্ঠী তলার দালানে,
হন্যে দিয়ে পড়ে আছো সংসার, সন্তানের কল্যাণে।
উপোশী নতুন ছাপা শাড়িতে, মানিয়েছে তোমায় বেশ,
সকাল থেকে ব্যাস্ত নিশ্চয়, সন্তানের মঙ্গলার্থে নিঃশেষ।
ষষ্ঠীর দিনে শুকিয়ে,পূজো দিয়ে কত্ত তৃপ্তি চোখে মুখে,
এতে নাকি সন্তানদের মঙ্গল হয়, থাকে শান্তিতে সুখে।
দেখো, দৈ হলুদের ফোঁটাটা, আমার মতোই নিশ্চুপ,
আজ যে তোমার মুখটা, মনে পড়ছে মা বারেবারেই খুব।
কোথায় আছো মা একটি বার এসো,আর কাদিঁয়ো না,
তোমার মতো নিঃস্বার্থ ভালোবাসা,কেউ বাসে না মা।
মেয়ে যে তোমার নিত্য ভাসে, চোখের নোনা জলে,
তোমার দেওয়া নামটা আজও, ভাসে শুন্যের দেওয়ালে।
আমি একটু কাঁদলে, ঠিক টের পেতে ,ক্রোশ মাইল দূরে,
মনটা তোমার আনচান করতো,এই অভাগীর তরে।
আজ তবে কেনো দেখেও দেখো না,আমার কী দোষ?
একটি বার বলে যাও না মা, মনে যে বড়ো আফসোস।
ঐ যে সেদিন মন খারাপের রাতে,কতোনা আদরে ভড়ালে,
দুহাতে আগলে কেনো বলো মা, নরম বুকেতে জড়ালে।
চোখ খুলে হটাৎ, মা মা করে তোমায় খুঁজি যখনই,
চোখের জল মুছে ভাবি, কষ্টটা কেড়ে নিলে,আগের মতনই।
ও মা, সব মায়েরা, সন্তানের মঙ্গলে ষষ্ঠীর দিনে ব্যাস্ত,
তুমি কোথায় মা,হতভাগীর হৃদয়ে কেনো তবে সূর্যাস্ত।
মা মেয়ের যে নাড়ির টান, মেয়ের দুখ্য কষ্ট সহ্য হয় না,
আজও অভাগী ষষ্ঠীর ফোঁটায় বিশ্বাসী,মায়ের যে মৃত্যু হয় না।

Powered by themekiller.com