ভাবনা
সারমিন জাহান মিতু
৩০-৯-২০২২
কতটা পথ হাঁটতে হবে -না জেনেই এসেছিলাম পৃথিবীর বুকে – হামাগুড়ি হতে আজ অবধি হাঁটছি দিকশূন্য দুর্বোধ্য পথে।
মানুষ কি জানে- কতটা পথ হাঁটার পরে গতি ফিরে পাবে জীবন – তবুও হেঁটে চলে,
চলো তবে হেঁটে চলি – যেখানে বালুচরে রোদ চিকচিক খেলা করে -উড়ন্ত বলাকা পিপাসা মিটায়।
মাছরাঙা পাখির ঠোঁট ক্ষুধার্ত নেশায় শিকারী বেশে – যে নদীর বুক হতে কেড়ে নেয় মাছ- সেখানে জীবন কতটা কঠিন – ভেবে দেখি একবার।
ভাবনা গুলো যেনো তামাশার রঙ- আসলে জীবন গতিহীন – পাইনা কেউ তার কূলকিনারা,
বসে বসে ভাবি মিছে মায়ার চাদর – সবটাই আমাদের সুখের অসুখ।