Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “মানবিক অংকে”

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “মানবিক অংকে”

“মানবিক অংকে”
– আব্দুল্লাহ আল মামুন রিটন

মানুষের জন্য হোক ত্যাগ
জ্বলে উঠুক সে প্রেমের আলো।
মুছে যাক অযাচিত ভয় ডর
তৃণমূল থেকে হোক সবার ভালো।

ভালো থাকুন,সাথে থাকুন দুঃস্থ জনের।
কেউ না যেন কাঁদে অনাহারে,
কেউ না যেন তাকায় ঘৃণার চোখে।
হাসি খুশিতে নাচুক হলুদ প্রজাপতিরা
মঙ্গল দ্বীপ জ্বলুক যার যার অন্তরে..।।

কবির কবিতা গুলো ক্লেশ ও কষ্ট ভুলে
ছত্রে ছত্রে লেখুক জীবনের জয়গান।
এবার প্রেমিক প্রেমিকা হব গো সবাই
আবেগী শ্লোগানে মিছল হোক শ্মশানে।
কবরস্থানে ফুটাবো লাল নীল গোলাপ।

ঠোঁটে ঠোঁটে বন্যা হোক আস্ফালিত শব্দের
প্রেম শুধু প্রেম থাক সমস্ত জগত সংসারে।
আমিও বিরহ ভুলে বিধবাকে দেব দুঃসাহস
বলবো- এধরায় একই সূত্র, মানবিক অংকে।

Powered by themekiller.com