Breaking News
Home / Breaking News / সরকার ধর্মনিরপেক্ষতাকে অনুসরন করে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করছে””””সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার ধর্মনিরপেক্ষতাকে অনুসরন করে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করছে””””সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন- আমাদের সংবিধানে অন্যতম মূলনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্ম যার যার রাষ্ট্র সকলের। সরকার ধর্মনিরপেক্ষতাকে অনুসরন করে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করছে। সকল মানুষ যাতে সমান মর্যাদা পায় সে লক্ষ্যে মানুষের মাঝে ভেদাভেদ থাকবে না। ধর্মের ভিত্তিতে কাউকেও বিশেষ সেবা দেয়া বা কম সেবা দেয়া যাবে না। সকল মানুষের সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কচুয়ায় হিন্দু মুসলিম সকলে ভাই ভাই। এখানে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলেই সচেষ্ঠ রয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস। শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে সরকারের পক্ষ থেকে আইন শৃংখলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করবে। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। মঙ্গলবার (২৭ সসেপ্টেম্বর) কচুয়া উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, প্যানের চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইবনে আল জায়েদ হোসেন,উজানী মাদ্রাসার মুহতামিম মাহাবুব এলাহী, শাজুলিয়া দরবার শরীফের পরিচালক আতাউল্যাহ শাজুলী, নিশ্চিতপুর কামিলা মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, জমিয়তে মুদারেছিন কচুয়া শাখার সভাপতি আলী আক্কাছ, মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালিনী কর্মকার, সাংবাদিক মানিক ভৌমিক, সাচার জগন্নাথ মন্দিরের সভাপতি বটু কৃষ্ণ বসু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনি ভূষণ মজুমদার, কচুয়া ইমাম সমিতির সম্পাদক মোফাজ্জেল হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানদন দেব প্রমুখ।

একই দিন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলার সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভিত বিশিষ্ট নব-নির্মিত একতলা ভবন ও সম্প্রসারিত উর্ধ্বমূখী ভবনের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি বলেন-বর্তমানে প্রতিযোগিতা পূর্ণ বিশ্বে আমাদের টিকে থাকতে হলে আধুনিক বিজ্ঞান সম্মত ও প্রযুক্তিগত শিক্ষার বিস্তরন ঘটাতে হবে। তাহলে গড়ে উঠবে আলেকিত সমাজ। আলোকিত সমাজ গড়ে উঠলে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বি-নির্মান করতে সক্ষম হবো। তাই আলোকিত সমাজ গড়ে তুলতে আমদের সকলকে এগিয়ে আসতে হবে। সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভুইয়া, মহিলা আওয়ীলীগের আহবায়ক সালমা সহিদ, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থী রওনক আরা রত্না, ইউপি চেয়ারম্যান এম আক্তার হোসাইন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, সিংআড্ডা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামান মোল্লা ও স্থানীয় ছাত্রলীগ নেতা জোবায়ের হোসেন প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন- সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার।

Powered by themekiller.com