Breaking News
Home / Breaking News / চাঁদপুর হাইমচরে পূর্বশত্রুতার জের ধরে পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ৪

চাঁদপুর হাইমচরে পূর্বশত্রুতার জের ধরে পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ৪

চাঁদপুর হাইমচর প্রতিনিধিঃ
হাইমচর উপজেলা দক্ষিণ আলগী ইউনিয়নে জনতা বাজার পূর্ব পাশে পূর্ব শত্রুতার জেরধরে প্রতি পক্ষের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ব্যপারে সরজমিনে গিয়ে জানা যায়, দক্ষিণ আলগী ইউনিয়নের দুলাল আখন্দ এর পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালায়। এতে দুলাল আখন্দ, পারভিন, সুমি, রাকিব সহ ৪ জন গুরুতর আহত হয়েছে।

২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টার সময় জনতা বাজার সংলগ্ন চরভাঙ্গা গ্রামের আখন্দ বাড়িতে, আমাতুল্লাহ আখন্দের ভাই শরপুতউল্লাহ আখন্দ, সবুজ, আনোয়ার আখন্দ, শামসুল আখন্দ ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে মোঃ দুলাল আখন্দের পরিবারের উপর এ হামলা চালায়। বর্বরোচিত সন্ত্রাসী হামলায় দুলাল আখন্দ তার ছেলে সাকিব আখন্দ সুমি আহত হয়। স্থানীয়রা আহত দুল্লাল আখনের পরিবারকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে আহত ব্যাক্তির শারীরিক অবস্থার অবনতির আশংকা দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক চাঁদপুর সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এরপর স্বজনরা তাদের রোগীর শারীরিক অবস্থার অবনতি দেখলে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে কান্নায় ভেংগে পরেন। বর্তমানে আহত দুল্লাল আখন এর পরিবার চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাদিন রয়েছে।

আহতের স্বজনরা হাইমচর থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের করেন।

দুলাল আখনের মেয়ে শুমি জানান আমার শিশু সন্তানকে আনোয়ার আখন, সবুজ আখন আমার কোল থেকে চিনিয়ে নিয়ে বেদম মারপিট করেন।

ভুক্তভোগীর পরিবার হামলাকারীদের বিরুদ্ধে সুস্থ বিচারের দাবি জানান।
এবিষয়ে আমাতুল্লাহ আখনের ভাই
শরপুতউল্লাহ আখন, সবুজ, আনোয়ার আখন, শামসুল আখন এর সাথে যোগাযোগ করলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Powered by themekiller.com