Breaking News
Home / Breaking News / কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রী শ্বশুরকে কুপিয়ে রক্তাক্ত আহত

কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রী শ্বশুরকে কুপিয়ে রক্তাক্ত আহত

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের খাজুরিয়া লক্ষীপুর গ্রামের গাজী বাড়ির প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী রুবি (৪৫) শ্বশুর আব্দুল লতিফ (৬৫) কে কুপিয়ে রক্তাক্ত জখমে আহত হওয়ার ঘটনা ঘটেছে। সরজমিন গিয়ে জানা যায়, শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে রুবি শ্বশুর আব্দুল লতিফের মাথায় বটি দা দিয়ে কুপ দেয়। এতে শ্বশুর রক্তাক্ত জখমে আহত হলে স্থানীয় লোকজন তাকে তাৎক্ষনিক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তার মাথায় ৬টি সেলাই দিয়ে চিকিৎসা প্রদান করে।

এদিকে শ্বশুরকে আহত করার ঘটনায় রুবির উপর স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে পড়লে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন খবর পেয়ে দু’জন গ্রাম পুলিশ পাঠিয়ে রুবিকে তার বসত ঘরে নিরাপত্তা দিয়ে রাখে। পরে কচুয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আইন শৃংখলা নিয়ন্ত্রন করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, আব্দুল লতিফের বড় ছেলে মনির হোসেনের সাথে প্রথমে রুবির বিয়ে হয়। পরবর্তী মনির মারা যাওয়ায় দ্বিতীয় ছেলে প্রবাসী আনোয়ার হোসেনের সাথে রুবিকে বিয়ে দেয়া হয়। মৃত মনির হোসেনের একমাত্র ছেলে নূর মোহাম্মদ (৯) এর আম গাছ কাটা নিয়ে রুবির সাথে শ্বশুরের ঝগড়া বাঁধে। ঝগড়ার এক পর্যায়ে রুবি শ্বশুরকে বটি দা দিয়ে মাথায় কুপ দিলে রক্তাক্ত আহত হয়।
স্থানীয় লোকজন আরও জানান, রুবি একজন উশৃংখল ঝগড়াটে মহিলা। সংসারের খুটিনাটি কিছু হলেই রুবি শ্বশুর-শ্বাশুড়ির সাথে ঝগড়ার লিপ্ত হয়।

রুবি জানান, আমার শ্বশুর গালাগালি করে বাঁশ দিয়ে আমাকে মেরেছে। ঝগড়ার এক পর্যায়ে আমার হাতে থাকা দা এর আগা শ্বশুরের মাথায় লেগে যায়। আমি ইচ্ছাকৃতভাবে কুপ দেইনি।

কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম খলিল জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Powered by themekiller.com