Breaking News
Home / Breaking News / চাঁদপুর ত্রিনদীর মোহনা অর্ধকোটির মালামালসহ ট্রলার ডুবি, নিখোঁজ ১

চাঁদপুর ত্রিনদীর মোহনা অর্ধকোটির মালামালসহ ট্রলার ডুবি, নিখোঁজ ১

মোহাম্মদ সিন্টুঃ
ভোর রাতে ঢাকা পান ঘাট থেকে ছেড়ে আসা একটি মালবাহী স্টীল বডির ট্রলার প্রায় অর্ধকোটি টকার মালামাল সহ চাঁদপুর ত্রিনদীর মোহনার ঘুর্ণণ স্রোতের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারে থাকা চার জন মাঝি মাল্লার মধ্যে তিনজনকে উদ্ধা কর হলে ১ জন মাল্লা এ রির্পোট লেখা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। চাঁদপুর মেঘনা ও তাকাতিয়া এবং শরীয়তপুরের পদ্মা নদীর উত্তাল মোহনায় পার হয়ে চাঁদপুরে প্রবেশ করার কথে এ দুর্ঘটনার শিকার হয়। সুত্রে জানা যায়, ঢাকা টু পট্টি এলাকার মালবাহী এ নৌযানটি প্রতিনিয়ত ভোর বেলায় পান ঘাট এলাকা থেকে ছেড়ে আসে পট্টির উদ্দেশ্যে কিন্তু চাঁদপুরের কাছাকাছি আসলে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়, এ সময় মাঝি ইঞ্জিল মেরামত করার কারনে চাঁদপুর ডাকানিয়া নদীর পাশে একটি ডগইয়ার্ডে অবস্থান করার প্রক্রিয়া গ্রহন করে, চাঁদপুর মেঘনা নদীর ত্রিনদীর মোহনায় হয়ে ডাকাতিয়া নদীতে প্রবেশ করার সময় মালবাহী ট্রলারটি ঘুর্ণন স্রোতের কবলে পড়ে নিমজ্জিত হয়ে পড়ে। ট্রলারে থাকা ৪ জন মাঝি মাল্লার মধ্যে তিনকে উদ্ধার করা হলেও ১ দেলোয়ার হোসেন নামক মাঝির কোনো খোজ পাওয়া যাচ্ছে না। তার বাড়ি সখিপুর থানার ঢালিকান্দি এলাকায়। ট্রলার ডুবির ঘটনা ছড়িয়ে পড়লে চাঁদপুর নৌ পুলিশ ও নৌ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে কিন্তু ট্রলারটি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ট্রলারে থাকা ভাসমান মাল গুলো নদীর স্রোতে নিন্মাঞ্চলে ভেসে যায়।
ঘটনাটি ঘটেছে ২০ সেপ্টেম্বর সকাল আটটার সময়। সুত্রে আরো জানা যায়, গোসাইর হাটের জামাল মিয়ার প্রায় ১৪ লক্ষ টাকার মাল ও খোরশেদ মিয়ার সাড়ে তিনলক্ষ টাকার সহ আরো ২৫/৩০ জনের বিভিন্ন জাতের পন্যসহ ভুষা মাল রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত চাঁদপুর নৌ পুলিশ ও নৌ ফায়ার সার্ভিস নিখোজ হওয়া ব্যক্তিকে উদ্ধারের অভিযান অভ্যাহত রেখেছে। ঘটনার সময় পুরাণবাজার ও নতুনবাজার শতাধিক মানুষ এ দৃশ্য অবলোকন করেন। এ সময়ে ঘাটে থাকা কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা তিনজন মাঝি মাল্লাকে উদ্ধার করতে পারলেও একজন নিখোজ থাকার কারনে উদ্ধার করতে পারিনি। তবে নৌ পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

Powered by themekiller.com