মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সাব অধিভুক্ত প্রতিষ্ঠান চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর ডায়াবেটিক সমিতির শুভার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রহিমানগর শাহজালাল শপিং কমপ্লেক্সের ২য় তলায় ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে সমিতির সভাপতি সাবেক যুব চেয়ারম্যান রফিকুর ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহপরানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-সমিতির পৃষ্ঠপোষক সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা: সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম সওদাগর, বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন মজুমদার ও ড. বিশ্বনাথ সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সমিতির কোষাধ্যক্ষ চাঁদপুর জেলা পরিষদের ৬নং কচুয়া আসনের সদস্য প্রার্থী আলহাজ্ব তৌহিদুল ইসলাম খোকা প্রমুখ।