Breaking News
Home / Breaking News / কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহার পাওয়া বসতঘর ভেঙ্গে দিলেন সৎ ভাই রহমান

কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহার পাওয়া বসতঘর ভেঙ্গে দিলেন সৎ ভাই রহমান

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ৯৬নং এনই-১ আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী বিপ্লব আজকর এর প্রধানমন্ত্রী থেকে পাওয়া উপহারের বসতঘর ভেঙ্গে দিলেন সৎ ভাই আ: রহমান।

প্রকাশ, যার জমি আছে, ঘর নাই প্রকল্পের আওতায় ২০১৯-২০১৮ অর্থবছরের বিপ্লব আজকর প্রধানমন্ত্রীর উপহারের একটি বসতঘর পায়। বিপ্লব আজকর আশ্রাফপুর ৩নং ওয়ার্ডের মথুরাপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। সৎভাই আব্দুর রহমানের সাথে তার দীর্ঘদিন থেকে পারিবারিক দ্বন্দ চলে আসছিল। এ দ্বন্দে সৎ ভাই আ: রহমান গত ১০/০৯/২০২২ইং তারিখে প্রধানমন্ত্রীর এ উপহার পাওয়া বসতঘরের বেড়ার টিন, বাথরুমের টিন ও বাউন্ডারির টিন ভাংচুর করে। ঘটনার সময় বিপ্লব ও তার পরিবারের কেউ বাড়িতে ছিল না।

সোমবার (১২ সেপ্টেম্বর) সরজমিনে গেলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আ: রহমান ও তার লোকজন ঘর ভাংচুরের সময় আমরা বাঁধা দিলে কোন কথা না শুনে আমাদেরকে তাড়িয়ে দেয়।

আ: রহমানের বক্তব্য নেয়ার জন্য চেষ্টা করা হলে, তাকে এবং তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে বিপ্লব আজকর কচুয়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ দায়ের করে। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান এর সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান বিষয়টি খতিয়ে দেখা হবে।

ছবি: কচুয়ায় আশ্রাফপুরে বিপ্লব আজকেরর সৎ ভাই কর্তৃক ভাংচুরের টিন।

Powered by themekiller.com