Breaking News
Home / Breaking News / মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মুল্য অনেক বেশি.. জেলা প্রশাসক কামরুল হাসান

মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মুল্য অনেক বেশি.. জেলা প্রশাসক কামরুল হাসান

মোহাম্মদ সিন্টুঃ
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত
চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ১২২০,
চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান কে ফুলেল শুভেচছা জানান।
রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বাবুল মিজি, সে সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি ১৮৭৮ এর সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার। শ্রমিক ইউনিয়ন ১২২০ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির গাজী,সদস্য মোঃ আব্দুল আজিজ ঢালি সহ আরো অনেকে। শুভেচ্ছা বিনিময় কালে জেলা প্রশাসকের সাথে পরিবহন শ্রমিকদের সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনা করেন, সভাপতি বাবুল মিজি একই সাথে শ্রমিক ইউনিয়নের সাথে থেকে সহযোগিতা থাকার কথা বলেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, জীবনের নিরাপত্তার কথা ভেবে আপনার সঠিকভাবে যান চলাচল করলে কোনো দুর্ঘটনা ঘটবে না, বর্তমান সময়ে সিএনজি ও ব্যাটারিচালিত অটো রিক্সা গুলো সংঘর্ষের সম্মুখীন হয়, এতে মানুষ মারা যায়, এর মধ্য কেউ যদি বেঁচে যায় হয়তো পঙ্গু হয়ে থাকতে হয়, সঠিক নিয়মানুসারে যান চলাচল করলে কোনো দুর্ঘটনা ঘটবে না। তিনি শুভেচ্ছা বিনিময়কালে আরো বলেন, একজন চালকের যেমন নিরাপত্তার প্রয়োজন তেমনি যাত্রীদেরও নিরাপদ গন্তব্যস্থলে পৌছে দেয়ার দায়িত্ব রয়েছে, মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মুল্য অনেক বেশি।

Powered by themekiller.com