Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “পরিত্যক্ত আপনালয়”

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “পরিত্যক্ত আপনালয়”

“পরিত্যক্ত আপনালয়”
– আব্দুল্লাহ আল মামুন রিটন

নদী চরের বালুকা রাশির উপরে স্পষ্ট নারীর পদচিহ্ন-

এই নদীটা যেখানে পূবে বাঁক নিয়ে সামনে এগিয়েছে
সেখানেই আমার ভিটা বাড়ি, বহু শতাব্দীর স্পষ্ট ক্ষত বুকে
এখানে কেউ সহজেই আসেনা, আসার কথাও না,
তবুও স্পষ্ট দেখি বালুকা চরে নারীর আগমনী স্পষ্ট পদচিহ্ন।

ধাপগুলো এগিয়ে গিয়ে ঠিক নদীর বাঁকের মতই নিশ্চিত
আমার সীমানা ছুঁয়েছে, বহু প্রাচীন পরিত্যক্ত ঠিকানায়।
স্কেলে মাপা পদচিহ্ন গুলোর বাঁ-পাশটা আমার খুব পরিচিত
তবে কি হিন্দোলা আবার ফিরলো? পরিত্যক্ত আপনালয়ে?

error: Content is protected !!

Powered by themekiller.com