Breaking News
Home / Breaking News / চাঁদপুরের নির্বাচনী মাঠ সরগরম

চাঁদপুরের নির্বাচনী মাঠ সরগরম

এম.আর হারুন ঃ মনোনয়ন ফরম সংগ্রহের পর পরই চাঁদপুরের নির্বাচনী মাঠ সরগরম হয়ে ওঠেছে। মনোয়নপত্র সংগ্রহ করার পুর্বেই চাঁদপুরের ৬টি উপজেলায় নির্বাচনী প্রার্থীরা ভোট সংগ্রহে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে, জনসভা, সভা সমাবেশ, উঠোন বৈঠক, দলীয় কার্যালয়ে আলোচনা অব্যাহত রয়েছে। শহরাঞ্চলে যেমনি প্রচারাভিযান রয়েছে তেমনি গ্রামাঞ্চলে নির্বাচনী প্রভাব বিস্তার করছে। গত কয়েকদিনে চাঁদপুরের এমপিরা মাঠ চষে বেড়ালেও মনোনয়ন প্রত্যাশীরাও মাঠে রয়েছে। এমনকি দলীয় নেতারা নির্বাচনমুখী হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। চাঁদপুরের ৬টি উপজেলায় কে পাচ্ছে দলীয় মনোনয়ন তা নিয়ে নেতাকর্মী ও ভোটারদের মাঝে রয়েছে সংশয়। তবে দলের নির্দেশে যাকে মনোনয়ন দেয়া হবে তার হয়ে নির্বাচনী কাজ করতে হবে বলে সরকার দলীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। আগামী ২৩ ডিসেম্বর জাতীয় সংসদের ১১ তম সংসদীয় নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষনা করার পর পরই নেতা কর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আলোচনা সভাসহ নির্বাচনী প্রচারনা শুরু করেছে। উপজেলা গুলোতে প্রচারনা সদরের তুলনায় অনেক বেশি বলে জানা যায়। উৎসব মুখর পরিবেশেই উপজেলা গুলোতে সংসদ নির্বাচনী প্রচারনা আলোচিত হচ্ছে। দেশের ১১ তম জাতীয় সংসদ নির্বাচনী প্রচারনায় থমকে রয়েছে বিএনপি ও জাতীয় পার্টি। এ লেখা পর্যন্ত সরকার দলীয়বিহীন বিরোধী দলের কেউ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ করার খবর পাওয়া যায়নি। তবে উর্ধ্বতন মহলের নির্দেশ পেলেই মনোনয়নপত্র সংগ্রহ করা হবে বলে জানা যায়।

Powered by themekiller.com