Breaking News
Home / Breaking News / নাটোর জেলা বন বিভাগের সাতদিনব্যাপি বৃক্ষমেলা

নাটোর জেলা বন বিভাগের সাতদিনব্যাপি বৃক্ষমেলা

নাটোর থেকে এ এ রিটন মোস্তফাঃ
গাছ লাগান পরিবেশ বাঁচান এ শ্লোগানকে সামনে রেখে নাটোর জেলার বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের উদৌগে নাটোর কলেজ সংলগ্ন মাঠে সাত দিন ব্যাপি বৃক্ষ মেলা শুরু হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও বেশ জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়েআনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলা ‘২২ উদ্ভোধন করা হয়। মেলায় বিভিন্ন জাতের ফলজ গাছ সহ ঔষধি গাছ ও বিভিন্ন ফুলের গাছ পাওয়া যাচ্ছে। সকাল থেকে সন্ধাব্দী মেলা জনসাধারণের জন্য উম্মুক্ত করা হয়েছে। এ বৃক্ষ মেলাকে ঘিরে নাটোরের বিভিন্ন অঞ্চল থেকে পরিবেশ প্রেমীরা আসতে শুরু করেছে। প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাতদিন ব্যাপি মেলা অনুষ্ঠিত হবে। সুত্রে জানা যায়, দেশের অধিকাংশ জেলা উপজেলা গুলোতে বৃক্ষ কেটে বড় বড় ইমারত তৈরি হয়েছে। এতে করে দেশের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। সরকার ঘোষিত একটি গাছ কাটার আগে তিনটি গাছ রোপন করুন, কিন্তু সরকারী নির্দেশনামা কেহ মানছে না। এ সময়ে মধ্যে দেশের সর্বত্র বন বিভাগ জেলা উপজেলা গুলোতে প্রতি বছর উদ্বুদ্ধকরণ বৃক্ষ মেলার আয়োজন করে থাকে। নাটোর জেলায় কলেজ সংলগ্ন মাঠে গত ৫ জুলাই থেকে বন বিভাগ ও জেলা প্রশাসনের উদৌগে চলতি বছর বৃক্ষ মেলার আয়োজন করেন। প্রতিদিনই মেলায় বৃক্ষ প্রেমীরা আসতে শুরু করেছে। অধিকাংশ বৃক্ষ প্রেমীরা তাদের পছন্দনীয় বৃক্ষ ক্রয় করে নিয়ে যাচ্ছে। বৃক্ষ মেলা যেনো গাছ প্রেমীদের মিলন মেলায় পরিনত হয়েছে। নাটোর বন বিভাগ ও জেলা প্রশাসনের উদৌগে ৩০টি স্টলে বৃক্ষ পাওয়া যাবে।

Powered by themekiller.com