Breaking News
Home / Breaking News / কচুয়ায় রহিমানগর বাজারে যানযট নিরসনে ৫টি নতুন ষ্ট্যান্ডে সাইনবোর্ড ঝুলানো কার্যক্রম সম্পন্ন

কচুয়ায় রহিমানগর বাজারে যানযট নিরসনে ৫টি নতুন ষ্ট্যান্ডে সাইনবোর্ড ঝুলানো কার্যক্রম সম্পন্ন

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর বাজারের যানযট নিরসনে প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সিএনজি ও অটো রিক্সার ৫টি নতুন ষ্ট্যান্ডে সাইনবোর্ড ঝুলানো সম্পন্ন হয়েছে। শনিবার (২ জুলাই) ইউপি চেয়ারম্যান আমির হোসেন ও কবির হোসেনের নেতৃত্বে এসব নতুন ষ্ট্যান্ডে সাইনবোর্ড ঝুলানো হয়। এসময় উপস্থিত ছিলেন-রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সনজিত চন্দ্র সরকার, যুগ্ন সাধারন সম্পাদক মো: আনোয়ার উল্যাহ, রহিমানগর সিএনজি ও অটো রিক্সা মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম হৃদয়, কার্যকরী সভাপতি মনির হোসেন, সাধারন সম্পাদক মনির হোসেন পাটওয়ারী, শ্রমিক সংগঠনের সভাপতি শহিদ উল্যাহ, সাধারন সম্পাদক মো: সোবহান সহ কচুয়া থানার পুলিশের সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, গত ৬ জুন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মোতাছেম বিল্যাহ স্থানীয় ইউনিয়ন পরিষদে এক মতবিনিময় সভায় সকলের সম্মতিক্রমে রহিমানগর বাজারের যানযট নিরসনের এ সিদ্ধান্ত নেয়া হয় এবং তা বাস্তবায়নের লক্ষ্যে ওই সাইনবোর্ড ঝুলানো হয়। যারা এসব নির্ধারিত ষ্ট্যান্ডে সিএনজি ও অটো রিক্সা রেখে যাত্রী উঠানামা করাবে না তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও ওই মতবিনিময় সভায় গৃহীত হয়েছে। রহিমানগর বাজারের দীর্ঘদিনের যানযট নিরসন হবে তো? এ প্রশ্ন ভুক্তভুগী জনসাধারনের।

সাইনবোর্ড ঝুলানো নতুন ষ্ট্যান্ড গুলো যথাক্রমে কচুয়া-কালিয়াপাড়া সড়কের সিএনজি ষ্ট্যান্ড রহিমানগর বেসিক এইড এন্ড হসপিটালের সামনে, রহিমানগর-ভাতেশ্বর সিএনজি অটো ষ্ট্যান্ড সাতবাড়িয়া রোডের সাবেক জনতা ব্যাংকের সামনে, রহিমানগর-নবাবপুর সিএনজি ষ্ট্যান্ড নাউলা সড়ক মোড় নাজিম আলী সওদাগরের বাড়ির সামনে, দক্ষিন বাজারের পনশাহী রোডের ষ্ট্যান্ড ইউসুফ সফর আলী মাদ্রাসার সামনে, নাউপুরা খাজুরিয়া-লক্ষীপুরের ষ্ট্যান্ড আলিফ মেডিকেল সামনে ও আকানিয়া-নাছিরপুর ষ্ট্যান্ড পশ্চিম বাজার পুরাতন গোডাউনের সামনে।

Powered by themekiller.com