Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতু’র কবিতা “মুছে যাবো”

কবি সারমিন জাহান মিতু’র কবিতা “মুছে যাবো”

মুছে যাবো

সারমিন জাহান মিতু

একটা কাচের গ্লাস হাতে নিতেই
ভেঙে গেল,
টুকরো কাচগুলো জোরা দিতে
হাতটা আহত করলো।
যেন প্রতিশোধ চাই তার।
রক্তাক্ত আঙুল দিয়ে কাচ তুলছি
আর ভাবছি এক টুকরো কাচের কাছে
আমার হেরে যাওয়া,

নিজেকে সামলে নিয়ে দূরে
পিছনে ফিরে দেখি কাচের টুকরো গুলো
তাকিয়ে আমাকে ভস্ম করছে।

ধীর পায়ে সস্তির নিঃশ্বাস ছেড়ে
এগিয়ে এলাম নিজের নিদ্রাহীন বিছানায়
চাদরের আড়াল থেকে উঁকি দিলো বেলুন,
বেলুনে হাওয়া ভরে ইচ্ছে করে
কাঠি তুলে ওদের বুকে আঘাত করছি
আর্তচিৎকারের আওয়াজ করে ছড়িয়ে গেল
একটুও শোধ নিতে চাইলোনা।

নিরপরাধ ভেবে উড়িয়ে দিলাম
হাওয়ায় উড়ছে ওরা উড়ুক।

নির্বাক দৃষ্টিতে দেখছি
আর ভাবছি মানুষের জীবন আর
ওদের হাওয়ায় ওড়া,
কে যেন আড়ষ্ট করে দেয় ভাবনার জাল বুনি
সরল সমীকরণে উত্তর মেলাতে পারিনা।

মনে হয় হাওয়া ভরা আমিও
একদিন নিঃশব্দে হাওয়া বিহীন নিথর কায়া
নিশ্চল গদ্য হয়ে মুছে যাবো।

Powered by themekiller.com