Breaking News
Home / Breaking News / কচুয়ায় পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

কচুয়ায় পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বুধবার (২২ জুন) বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয় ম্যানেজিং পর্ষদের সভাপতি মোহাম্মদ মাসুদুল হাসান এর সভাপতিত্বে ও স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বিল্লাল হোসেন। এছাড়াও বক্তব্য রাাখেন, উপজেলা আইসিটি অফিসার মোঃ মোশারফ হোসেন।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সহ-সভাপতি কামরুন্নাহার ভুইয়া, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভুইয়া, উপজেলা আইসিটি অফিসার মো: মোশারফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে কোরআন তেলওয়াতের পর জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে প্রধান অতিথিকে ফুল দিয়ে অভিনন্দন জানান বিদ্যালয় ম্যানেজিং পর্ষদের সভাপতি মোহাম্মদ মাসুদুল হাসান ।

Powered by themekiller.com