Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন ‘রিটন’ এর কবিতা ” দায়িত্বশীল কবি “

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন ‘রিটন’ এর কবিতা ” দায়িত্বশীল কবি “

” দায়িত্বশীল কবি ”
– আব্দুল্লাহ আল মামুন ‘রিটন’

যখন আমার কলম হাতে থাকে
তখন আমি ভীষণ রকম নিষ্ঠ।
কালি ধার করা হক, শব্দ কিন্ত বলিষ্ঠ
ধারালো কলমে ধারধারিনা শৃঙ্খলের
শতাব্দীর দায়িত্ব কাঁধে আমার, আমি কবি।

চোখের সামনে ভেসে ওঠা ষড়যন্ত্র
অতীতে দেখা অগণতান্ত্রিক আস্ফালন
দপ্তরে দপ্তরে ধর্ষণের দৃশ্য গুলো চোখে
আমি কবিতায় ডুবে যাই শ্রেষ্ঠ কবি হতে।

আঙুলের ফাঁকে কলম নাচাতে নাচাতে
ভেবে নেই ফেলুদার চারিত্রিক লুঙ্গি টান
এক হেঁচকায় মসনদ থেকে রাজাকে টানি
শব্দে শব্দে লেখি চরিত্রহীনের কবিতা।

একজন দায়িত্বশীল সৃজনশীল কবি আমি
আমার কলমের দাপটে নেমেছে স্বৈরাচার
ভিটা ছাড়া হয়েছে সব চরিত্র তুলেছি যেদিন
অনৈতিকতার বিরুদ্ধে দায়িত্বশীল কলমে।

ধাপে ধাপে আমার ধারালো কব্যিক কলম
পেয়ে গেলো যত শত খেতাব ও অভিনন্দন
বলতে পারি বুক তেজিয়ে যখন তখন
আমি দায়িত্বশীল কবি, আমিও প্রতিবাদি।

একদিন আমার কলমের ঘুরে গেল আমার দিকে
জানতে চাইলো, কবি এবার আরও দায়িত্বশীল
এবার তোমার চরিত্রের কথা কবিতায় বলো দেখি
তুলে ধরো তোমার বৌ পেটানোর সেই গল্পটা।

আমি কলম ছুড়ে দায়িত্ব ছেড়ে বাথরুমে গেলাম
ওখানে আমি দীর্ঘদিন বসে বহু কবিতা লিখছি।

Powered by themekiller.com