Breaking News
Home / Breaking News / কবি হুসাইন মেরাজ এর কবিতা “অভিমানী বর্ষা “

কবি হুসাইন মেরাজ এর কবিতা “অভিমানী বর্ষা “

অভিমানী বর্ষা
✍ হুসাইন মেরাজ
তারিখঃ১৯/০৬/২২

হে কাদম্বিনী কেন এতো অভিমান?
গগন ছেদ করে ঝরছো অবিরাম,
পুকুর, ডোবা, নদী, ফসলের মাঠ ছেপে,
তোমার অভিমানী বারিষ দিচ্ছো ঢেলে।

আসমানী গর্জনে, মেঘের ঘর্ষণে
কতো প্রাণ যাচ্ছে অকালে ঝরে,
একটু থামো, অভিমান ভাঙো
আমরা মানুষ অসহায় জানো।

দিন আনি, দিন খাই,
মাথা গোজার ঠাঁই নাই,
অনেক কষ্টে গড়েছিলাম বসতি,
ভাঙা ঘরে ছিল কত শান্তি।

হঠাৎ মধ্য রাতে তোমার অভিমানের সাথে
কেড়ে নিলে আমার ঘরণী, ছোট্ট কন্যা, জননী,
কেড়ে নিলে হালের বলদটারে,
কি এমন ক্ষতি করেছিলাম বলোনা আমারে?

নিঃস্ব আমি ভাসছি জলে
আমার নাইরে প্রিয়জন,
এ জীবনে আর লাভ কি বেঁচে ?
শুধুই অকারণ।

দয়াল তুমি বলতে পারো
মরাকে কেন আরও মারো?
তোমার লীলা বুঝিনা আমি
বোঝার সাধ‍্য আছে কি কারো।

খোদা তোমার রহম চাই
বানভাসী আমরা বড় অসহায়!
সবকিছুই নিয়েছো কেড়ে
তবে কেন মরাকে আবার মারো নতুন করে?

চাইনা টাকা, অট্রালিকা চাই শুধু বাঁচতে,
বাদশাহ তুমি, গোলাম আমি একটু দয়া করো,
তোমার ক্রোধ থামিয়ে দিয়ে
নতুন করে গড়ো।

@কবিস্বত্ব সংরক্ষিত®

Powered by themekiller.com