Breaking News
Home / Breaking News / কবি সালেহা ইমতিয়াজ এর কবিতা ” নও তুমি পন্য “

কবি সালেহা ইমতিয়াজ এর কবিতা ” নও তুমি পন্য “

শিরোনাম – নও তুমি পন্য
কলমে- সালেহা ইমতিয়াজ
তারিখ-০৬.০৬.২০২২

মেয়ে তুমি! জননী, গরবীনি মাতা!
ভগ্নী, কন্যা,লাজুক বধু! তুমি পতিব্রতা!
রবের মহিমায় ঝরাও স্নেহ রাশি,
জোছনা মাখা তোমার স্নিগ্ধ হাসি!

সন্তান, স্বামী, ভাইয়ের তরে,
অবিরাম, প্রীতি ভালবাসা ঝরে,
জননীর পদতলে জান্নাত মেলে!!!
দ্বীন ইসলাম ধর্মে তাহা বলে!!!

মেয়ে তুমি! জননী, গরবীনি মাতা!
সম্মানে ভুষিত করেছেন,মহান সৃষ্টিকর্তা!

সেই তুমি কেন হলে পন্য!
নিজেরে বানালে তুচ্ছ নগন্য!
পোশাক আবরণ গেল কোথায়!
লজ্জা, সম্ভ্রম সব মাটিতে লুটায়!!!

তুমি কন্যা,তুমি মা, তুমি মহিয়সী!!
বিদ্যা- বুদ্ধি, ত্যাগে তুমি গরিয়সী!!

আদর্শ আবরণে হও তুমি সম্মানীতা
উগ্র,কুরুচিপূর্ণ সাজে তুমি অবহেলিতা!
মনে রেখ,গেঁথে রেখ, হৃদয়ে,হৃদয়ে
সীমালঙ্ঘনে যাবে তো ক্ষয়ে ক্ষয়ে!

মেয়ে তুমি যেওনা!! ঐ পঙ্কিল পথে!
চলে এস দ্বীন মহিমার সোনালী রথে!
যেখানে তোমার মর্যাদা সম্মান!
রেখে যেও সেথায়,শ্রেষ্ঠ অবদান,,,,।

Powered by themekiller.com