Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

শেষ পদচিহ্ন
মাজহারুল ইসলাম
১৩/০৬/২০২২

অনন্তকাল ধরে অপেক্ষায় আছি ,
আমি শুধু ভালোবাসা দিতে চেয়েছি , আর
তুমি কিনা ছায়া মানবী হিসেবেই দেখলে আমায় !
আমি তন্নতন্ন করে খুঁজেছি
অজস্র অভিধানের পাতা ঘেটে যুতসই শব্দ মেলেনি
তাই তো তোমায় সম্বোধন করিনি ,
নতুন কোনো নামে ডাকা হয়নি নতুন করে ।
তবুও প্রত্যাশার ডালি সাজিয়ে বসে থাকি
রোজ সকাল সন্ধ্যা যপে যাই অজানা সে নাম ।

এর ওর দু’হাত ভরা শুধু একঘেয়েমি !
চোখে মুখে আদিম হওয়ার নেশা!
মাংস মন্থনে মিষ্ট কন্ঠের নিলজ্জ যত বায়না
শরীর ছোঁয়ার যত সব আকুতি ।
তবুও …… যা কিছু তোমার
তার পুরোটাই থরে থরে সাজিয়ে রেখেছি
নিজের জন্য কোনো বরাদ্দ রাখিনি
মুহূর্তগুলো জমা রেখেছি অংকের হিসেবে
যোগ বিয়োগের মারপ্যাঁচে আজও তা নিখুঁত ।

যদি পারো –
স্বপ্নের সারথি হয়ে এসো
নব পৃথিবীর নতুন উদ্যানে পুঁতে দেবো কালো গোলাপ
শহরের বুকে শেষ পদচিহ্ন এঁকে চলে যাবো ,
দিগন্ত বরাবর তোমার গন্তব্যের ঠিক কাছাকাছি
যেখানে হৃদয় নিংড়ানো উন্মাদনা নিয়ে বসে থাকে মহাকাশ ।

রামপুরা, ঢাকা ।

——————————————–

কু দৃষ্টি ভঙ্গি
মৃত্যুঞ্জয় দাশ শেখর
তারিখ :- ১৩-০৬-২০২২ ইংরেজি

আপনার আশেপাশে কেউ থাকে ওতপেতে
আপনার পশ্চাতে কেউ থাকে কানপেতে।
যাকনা ভোরের রবি পশ্চিমে অস্ত,
আপনার ভুল ধরতে থাকে সদা ব্যস্ত।

যদি চান আপনি সমাজকে দেবেন বদলে
বাঁধা দেবে তাতে আপনার দুবাহু আগলে।
চাই তারা দেশ কিংবা সমাজ রসাতলে যাক,
আপনার দৃষ্টিভঙ্গি তাদের মতই থাক।

ভেবে ছিলেন আঁধারে তোমায় পথ দেখাবে
তাদের আঙিনার বাল্ব সারারাত জ্বলবে।
তুমি আসবে জেনে বাল্ব নিভিয়ে রাখে,
তোমায় অধম ভেবে সর্বদা তারা দূরে থাকে।

——————————————–

“আর্তনাদ”

স্নিগ্ধ বিকেলে জানালার পাশে দোলনচাঁপার সুবাসিত সুঘ্রাণ চারদিক ছেয়ে গেছে।
বলতে গিয়েও বলতে পারিনি ভলোবাসি।
এক মুঠো সোনালী রোদ গায় মেখে হারিয়ে যাই অবেলার বিকেলে।
নিবে কি দু’হাতে একটুকরো সফেদ মেঘের মাতাল স্পর্শ?
বলো নেবে?
শুধু তোমার-ই প্রতিক্ষায় ভারি চোখের বৃষ্টি ঝরিয়ে।
ছিন্ন করো না এ মায়াজাল,
বুকের বসন খুলে দেখ!
কান পেতে শোন!
রুদ্ধ ঘরে করুণ আর্তনাদ
নিত্য হয় রক্ত ক্ষরণ হৃদপিণ্ডে।
তবুও কি বুঝবেনা এ দহন
ক্ষত-বিক্ষত হৃদয়ে না পাওয়ার তীব্র হাহাকার?
স্বপ্নের পাখি আজ বনোবাসী
প্রেমহীন,নিস্তব্ধ, কূলহীন,নীড়ভাঙা বিষাদের ভাটিয়ালি সুর।

১৪.০৬.২০২২

_লিলি_

——————————————–
সম্প্রীতির ছড়া —-
৷৷ দুটি পাখি ৷৷
………………………………………….
গৌতম মণ্ডল

চুকার এবং ময়ূর বলে –
আমরা যদি দুজন মিলে
দ্বন্দ্ব – বিভেদ ঝগড়া ভুলে
আকাশ নীলে উড়তে পারি ৷
রামধনু রং আঁকতে পারি
খুশির তুফান তুলতে পারি ৷
তোমরা ?

আমরা যদি এই দু’জনায়
রোদ ছুঁতে যাই ইচ্ছে ডানায়
রোদ ঝলোমল্ আকাশ তখন
মন – মিলনের ভোমরা !
তোমরা ?

নীল আকাশে সূর্য হেসে
রোদের আদর মাখায় এসে
আমরা তখন নীল নীলিমায়
প্রেম যমুনার ছোকরা !
তোমরা ?

আমরা যদি ইচ্ছে নদী
উড়াল দিয়ে ছন্দে মাতি
তোমরা তখন বোম – বারুদে
মাপতে থাকো বখরা !
তোমরা ?

দুইটি দেশের দুইটি পাখি
তাকিয়ে দেখে অতীতটা কী ?
একটি নীড়েই থাকত তারা
গান গেয়ে তাল দাদরা !
তোমরা ?

আজও দেখি সেই দু’পাখি
বুঝবে কি ছাই বিভেদটা কী ?
বন্ধু তাদের স্নিগ্ধ আকাশ
গল্প শোনায় নীলতারা !
তোমরা ?

চুকার এবং ময়ূর জানে
স্বাধীনতার আসল মানে
কাঁটা তারের বিভেদ সরে
উড়বে সুখের পায়রা !
তোমরা ?

সেদিন তবে আসবে কবে
ভাবছে পাখি চাঁদ – জোছনায়
মুক্ত গগন হাসবে সেদিন
স্বাধীন পাখির মুক্ত ডানায় !

তাং – ১৩/০৬/২০২২
দাসপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর ৷ (W.B)

——————————————–

হিতোপদেশ
—————-
মোস্তাফিজুর রহমান
—————————–

সাধুর চরণ ধরলাম যখন
বললো নাদান শোন,
ভোগের চেয়ে ত্যাগেই তো সুখ,
শোনেক দিয়া মন।

লাউ খাবি খা , ডগাও খাবি
খাবি লাউয়ের পাতা,
পেটের তিনে এক খাবি তুই,
খাসনে যখন যাতা।

পাপীষ্ট মন চাইযে আমিষ
জিহ্বা রসিক বড়,
পাপের বোঝা বেজায় ভারী
মন হয়েছে দড়।

মাটি পাথর সব খেতে চাই,
রুচির কদর বেশ,
এমন যদি হোস রে সখা,
খেয়েই করবি শেষ ?

খাবি যখন বেগুন খা তুই
খাসনে সমেত মূলো,
রাখিস মনে কদিন পরে
খাবি পথের ধূলো।

——————————————–

।। মরীচিকার ভ্রম ।। ( ১৩ – ০৬ – ২০২২ )

*******************

।। অমরেশ দেবনাথ ।।

*******************

যে সুর এসেছিল রাতের আঁধারে অনুরাগে,
সে কোথায় হারিয়ে গেল কিসের দুয়ার দিয়ে,
যে প্রেম বেজেছিল তৃষ্ণা বাড়িয়ে বাদলতে,
সে মেঘ হারিয়ে গেলো কোন্ বনান্তে ভেসে,
আমি ছুটে চলেছি কোথা হতে কোথায় বনে,
ফুটেনি ফুল কোন ডালে সুবাস মেখে সবুজে,
এ কেমন ধূলা যায়না বলা, ঢেকে দেয় আলোরে,
অন্ধকার ঘনিয়ে আসে হৃদয় রবির চারপাশে,
তবু ভাঙে ঘুম; পুরনো হাওয়ার সিক্ত সমীরে,
কে যে এসে যায় যে দিয়ে গোপন স্পর্শ হে,
এই প্রেমের বীজ মরেও মরেনা, লুকিয়ে থাকে,
ফুটে উঠে সবুজ পাতায় কিসের ছোঁয়ায় ভিজে,
অনন্ত এ অসীম প্রেম আছে আমাতেই ভরে,
আর পথিক কোথায় ঘুরে বেড়ায় মরীচিকাতে!

——————————————–

Powered by themekiller.com