Breaking News
Home / Breaking News / চাঁদপুর কচুয়ায় মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ সম্পন্ন

চাঁদপুর কচুয়ায় মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ সম্পন্ন

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী পদ স্থগিত রেখে কম্পিউটার অপারেটর ও আয়া পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। এতে সরকারি নিয়ম বিধি মোতাবেক নিয়োগ পরীক্ষার মধ্যে কম্পিউটার অপারেটর পদে প্রথম হয়েছেন তাসপিয়া তাবাসুম ও আয়া পদে রাবেয়া আক্তার। বুধবার (২৫ মে) ম্যানেজিং কমিটি এ ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল খায়ের বিএসসি বিএড।
উল্লেখ্য যে, গত ২৩ মে, ২০২২ খ্রি: তারিখে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে বিদ্যালয়ে ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় কম্পিউটার অপারেটর পদে ১২ জনের মধ্যে ১১জন উপস্থিত হলেও ৯ জন পরীক্ষায় অংশগ্রহন করে। আয়া পদে ৭ আবেদনকারীর মধ্যে ৭ জনই পরীক্ষায় অংশগ্রহন করে এবং নৈশ প্রহরী পদে ৫ জন আবেদনকারীর মধ্যে ২ জন উপস্থিত হওয়ায় নিয়োগ বোর্ড পরীক্ষা নেয়নি এবং তা স্থগিত রাখা হয়। নিয়োগ বোর্ডে ডিজি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন-কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম সওদাগর ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের বিএসসি বিএড।

Powered by themekiller.com