Breaking News
Home / Breaking News / কলকাতার কবি শ্যামল ব্যানার্জীর কবিতা “বার্ধক্যের বারানসী”

কলকাতার কবি শ্যামল ব্যানার্জীর কবিতা “বার্ধক্যের বারানসী”

কবিতা – – বার্ধক্যের বারানসী
শ্যামল ব্যানার্জী
০৮/০৫ /২০২২

বার্ধক্যের বারানসী দেখো, আজ
বিবর্নতায় সাদা থান প’ড়ে আছে,
নীল আসমান রাখেনি কোথাও জমিনে তার
নীল রঙ,
সবুজ কিংবা লাল.. সব ধূসর সাদা।
বার্ধক্যের আস্তিনে কষ্টের অভিশাপ,
নির্জন সমুদ্র খোলা দ্বীপ যেন বুক পেতে আছে,
মদমত্ত যৌবনের আস্ফালন নিরুত্তাপ,
একঘর আসবাব পরিত্যক্ত থাকে
আর…
দিনগুলো ভাষাহীন নির্বাক।
ক্লান্ত অন্ড প্রসব করে যেতে যেতে
বিধবার অম্বাবুচি কিংবা অন্য উপবাসে
দিন কাটে অসহায়ের মতো,
প্রাণহীন নির্ঝরের জলছবি
আমরা কোথায় আছি,
পৃথিবী ক্রমশ ছোটো হয়ে গেছে
গোষ্ঠীর মতো বিভক্ত অঞ্চলে
সারা ইউরোপ থেকে পুরো এশিয়ায়।
শান্তিহীন দুশ্চিন্তার নগরিতে
আমি থাকি, তুমিও থাকো
তবু, মনে হয়, পরিচয়হীন এক পরিচয় নিয়ে বেঁচে আছি।
এ এক মুখোস রাজ, মৃত্যুর প্রহেলিকা
যেন ছেয়ে আছে দিগন্ত জুড়ে,
কোথায় প্রেমের কথা,
কোথায় বা স্বান্তনার অনুভূতি
এখন শুধুই একলা চলা।
তুমি ওপারে থাকো.. আমি এপারের ঠিকানা বিহীন,
মাঝখানে লক্ষ্মণ রেখা,
জানি কেউ ভালো নেই
যদি কাল কথা হয়,
বলে যাবো অনেক না বলা অসমাপ্ত বলা।

Powered by themekiller.com