Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা ” ঘন অমাবস্যায় “

কবি সারমিন জাহান মিতুর কবিতা ” ঘন অমাবস্যায় “

ঘন অমাবস্যায়

সারমিন জাহান মিতু

৬/৫/২০২০

এ নিদারুণ কালে যদি
একবার দেখা পাই,
ঘন অমাবস্যায় ধীর পায়ে
ধরে সে হাত হাঁটবো।

হোক যতো কালো রাত
সে রাতের কলঙ্ক টিপে
না হয় সাজাবো বাসর।

তরুলতা আমি কীটপতঙ্গ ভয় কি বলো।

বান বাসী মানুষ স্রোতের টানে
অপেক্ষা বোঝে না,
বোঝে দুয়ার ভাঙার আওয়াজ।

যে দুয়ার ভেঙে চূড়ে চূড়মার
তার আর ভাঙে কি শুধু পিঞ্জর।

সেই ভাঙা পিঞ্জর ভয়ংকর লোভ নিয়ে
ভালোবাসার শেষ শব্দ শোনে।

নোনা ঢেউ আঁচল ভাসিয়ে দেয়
টুকটুকে রাঙা স্বপ্ন গুলো
হাতের পরশে কেঁপে ওঠে
ঘন অমাবস্যায় সে যেন পাশে বসে।

Powered by themekiller.com