Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা “বেরসিক বেঁচে থাকা”

কবি সারমিন জাহান মিতুর কবিতা “বেরসিক বেঁচে থাকা”

বেরসিক বেঁচে থাকা

সারমিন জাহান মিতু

২৭-৪-২২

ওমেন্স কলেজ পেরিয়ে গুটি গুটি পায়ে পেরেক পোতা পথে হাঁটতে হাঁটতে টি এন্ড রোডে -বকুল গাছটি কত যুগের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে,

ফুলহীন একাকিত্বের যন্ত্রণা নিয়ে।

একদিন প্রথম দেখা হয়েছিলো কৈশোর তখন আমাকে ছেড়ে যৌবনের ঢাক ঢোল- তখন বকুলের শাখায় শাখায় বৈশাখী ভালোবাসায় বকুল তলা,

আমি লাজুক আঁখির কাজলে লুকিয়ে তোমাকে দেখলাম – ভালোবাসলাম অজান্তে।

তুমিও হয়তো বেসেছিলে ভালো – এখন তুমি ফেরারি আসামি – কোন দিগন্তের পথ ধরে হেঁটে গেছো- রামধনুর রঙে মুছে গেছে পায়ের চিহ্ন।

বকুল গাছটার বয়স বেড়েছে – কে জানে আমার মতো করে মনে রাখে কিনা সে তোমাকে,

কিন্তু একদিন ফিসফিস করে ওর শরীর ছুঁয়ে বলেছিলাম তোমাকে বড্ড ভালোবাসি – গাছের শাখায় দুলে ছিলো সবুজ পাতা।

সবকিছু একদিন অতীত হয়ে যায় – গতকালের ভালোবাসা আজকে কেমন পর করে দেয় – নিজের বলে থাকে শুধু ৪৪°তাপদাহের যন্ত্রণা,

কেউ বোঝেনা কেমন কষ্ট নিয়ে বেঁচে থাকতে হয় খুঁড়িয়ে খুঁড়িয়ে পথের শেষে অপেক্ষায়।

আসলে কেউ কারো নয়- যতটা মানুষ বলে – রোজ যতটা কষ্ট নিয়ে বেঁচে থাকতে হয়,

বেঁচে থাকাটাও বড্ড বেরসিক – পথ ছাড়েনা
তোমাকে ছেড়ে যাবার।

Powered by themekiller.com