Breaking News
Home / Breaking News / কবি হুসাইন মেরাজ এর কবিতা “এমনি এক বৈশাখে”

কবি হুসাইন মেরাজ এর কবিতা “এমনি এক বৈশাখে”

গদ‍্য কবিতা
কবিতা- এমনি এক বৈশাখে
কলমে- হুসাইন মেরাজ
তারিখ- ১৮/০৪/২০২২
৫ই বৈশাখ ১৪২৯

পাবনা মানসিক হাসপাতাল!
এক যুবতী মেয়ে ছিল নির্বিকার,
দীর্ঘ পাঁচটি বছর আগে,
এমনি এক বৈশাখে
কেড়ে নিয়েছিল প্রাণের প্রিয়তমকে।
পহেলা বৈশাখের শুভ্র বিহানে
প্রেমিক যুগল গল্পে মশগুল,
বাসস্ট্যান্ডে দাড়িয়ে,
প্রেয়সীর পরনে লাল পাড় সাদা শাড়ি,
খোপায় গুজা বাহারি ফুল,
প্রিয়তম সেজেছিল লাল পাঞ্জাবিতে
সৌন্দর্য ছড়াচ্ছিল দু’কূল।
প্রেয়সীর মুচকি হাসির ফাঁদে
বৈশাখী আলাপন, পান্তা-ইলিশ
আর রমনা বটমূল
সবকিছু ছাপিয়ে হৃদয় হচ্ছিল ব‍্যাকুল।

অমনি ঘাতক বাস করল সর্বনাশ!
বিকট শব্দে নির্বাক, নিথর দেহদুটি,
চারিদিকে রক্তের ছাপ,
বিধাতার অসীম কৃপায় যুবতী প্রাণ পায়,
প্রাণাধিক প্রিয় প্রিয়তমের পরপারে ঠাঁই হয়!
দীর্ঘ বিরতিতে ফিরছেন যুবতী
বাবা মায়ের প্রফুল্ল হৃদে আশার বসতি,
আজও প্রিয়তমের সেই ভয়াল স্মৃতি!
ডুকরে কাঁদে মন এ কেমন নিয়তি?
এমনি এক বৈশাখে আহা! কি আনন্দ হাসি
আজও মনে পড়ে দু’জনে ছিল খুব কাছাকাছি,
এক পৃথিবী সুখ যেন রাশি-রাশি,
কোথায় হারালে তুমি আমার প্রেমী?
নিকষ কালো আঁধার
প্রিয় সঙ্গী যে আমার,
নীলিমার পানে মুখ তুলে নিশ্চুপ,
বিধাতাকে বলি কি দোষ ছিল আমার?

©কবিস্বত্ব সংরক্ষিত®

Powered by themekiller.com