Breaking News
Home / Breaking News / কলকাতার কবি সোনালী আদক এর কবিতা “মানব জীবন পাষান “

কলকাতার কবি সোনালী আদক এর কবিতা “মানব জীবন পাষান “

মানব জীবন পাষান
সোনালী আদক
১৮/০৪/২২

আরশি আমার রুপ বিচারী গুণ বিচারী পড়শি
পাপ পূণ্যের টোপ গিলেছি জগতের ফাঁদে বড়শি
চাওয়া পাওয়ার হিসাব মেলেনা পাওয়া চাই-ই বেশী
ছুটেই চলি লোভের বলী দলে স্বার্থ রক্ষার এলোকেশী।
চাই চাই আরো চাই এতটুকুও ছাড়বো না
ভোগের অতিরিক্ত পঁচিয়ে দেবো বিলোতে পারবো না
লাসসায় ক্লান্তি ত্যাগে শান্তি পরাজয় মানবো না
অকৃপণ হাতে গ্রহীতা আমি দাতা হতে জানবো না।
বিচারের দ্বারে করাঘাত হানি আইনের চোখ বাঁধা
হায়া লজ্জা ছুঁড়ে ফেলেছি ঘুর্নায়মান গোলক ধাঁধা
চুলচেরা মাপে খামতি ঘটাক বাঁকা জ্যামিতির চাঁদা
আলেয়ার পিছে দৌড়ে মরুক বেবাকুব বোকা হাঁদা।
আগলে মরলি জড়িয়ে ধরলি সাধের জমানো ধন
বুঝবি কবে বিধাতার দান কেড়ে নিতে কতক্ষন
প্রান পাখিটা পাঁজরের খাঁচা ছেড়ে উড়ে যাবে যখন
গড়াগড়ি যাবে বারো ভূতে খাবে অমূল্য সম্পদ তখন।
ভবের বাজারে কষেই গেলি হিসেবর লাভ লোকসান
মরতে মরতেও আমার আমার হলোনা অবসান
সাধের দেহটা মাটি হয়ে যাবে হোক কবর বা শশ্মান
ভোগ বিলাসেই মত্ত থাকা মানব জীবনটাই পাষান।

Powered by themekiller.com