Breaking News
Home / Breaking News / মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা শিশুদের প্রতিভা বিকাশে ভূমিকা রাখছে ……….জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা শিশুদের প্রতিভা বিকাশে ভূমিকা রাখছে ……….জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান

শ্যামল চন্দ্র দাস ঃ চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেছেন, মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা শিশুদের প্রতিভা বিকাশে ভূমিকা রাখছে। গৌরবোজ্জ্বলের ৫০ বছর আজ উদযাপন করছে মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা। মেলার প্রতিষ্ঠাতা শিশু সংগঠক মোঃ মাকসুদুল হক বাবলুর অক্লান্ত পরিশ্রমে আজ প্রতিষ্ঠানটি ৫০ বছর (সুবর্ণ জয়ন্তী) পালন করছে। এ সাফল্যের দাবিদার মতলববাসী। তিনি আরো বলেন, একটি প্রতিষ্ঠান সৃষ্টি করা সহজ, টিকিয়ে রাখা বড় কঠিন। প্রতিষ্ঠার এই দিনে মেলার সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই।গত ৫ নভেম্বর মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫ দিন ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। মেলার সভাপতি মোঃ মাকসুদুল হক বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) শারমিন আক্তার, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক রোটা. কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা জাকির। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মেলার সহ-সভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান খান। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক মোঃ হোসেন আহমেদ ও গীতা পাঠ করেন, স্কুলের শিক্ষার্থী প্রাপ্তি রায় চৌধুরী। অনুষ্ঠানটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুভ সূচনা করা হয়। মেলার পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ, মেলার সকল কর্মকর্তাবৃন্দ, সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মেলার সাথী ও ভাই-বোনেরা, মেলা পরিচালিত কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com