Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

আদম এবং শয়তান
দেলোয়ার হোসেন বাবন
“”””””””””””””””””””””””””””””””””””

আল্লাহর আত্মা ফু’কে দিলেন
আদমের মাটির অন্তরে
ইবলিশ ছাড়া অবনতা ফেরেস্তারা
আদমেরে সিজদা করে।

লানতপাইলো ইবলিশ শয়তান
আদম খাইলো ধরা
শয়তানের সাথে আদম হাওয়া
পাইলো জীবনের ধারা।

আদমের গুনাহ ক্ষমা করলেন
কবুল করলেন তওবা
এক আল্লাহ একাই প্রভু
অন্য মাবুদ বোবা।

শয়তান পূজারী নরকে গেলো
জাককুমের খাইলো মাথা
নকল ভগবান বোধহীন দেবতা
বলতে পারেনা কথা।

——————————————–

মা হে রামাদান
আজিজুল হক
০৪|০৪|২০২২
—————
রমজান এলো , রমজান এলো -মা হে -রামাদান,
মা হে রামাদান।
রহমতের বান এসেছে, আল্লার রাহে -হও আগুয়ান
ও ভাই মুসলমান, ও ভাই মুসলমান।।
রমজান এলো, রমজান এলো – মা হে -রামাদান,
মা হে রামাদান।

এ জিন্দেগী -হোক বন্দেগি, এবাদত হোক- প্রাণ
ইনশাআল্লাহ /২, কামিয়াবি হবে সবাই কেটে যাবে
সব পেরেশান।
ও ভাই মুসলমান ও ভাই মুসলমান।।
রমজান এলো , রমজান এলো মা হে -রামাদান,
মা হে রামাদান।

দু-হাত তুলে আমির ফকির চায় মাগফিরাত
ইনশাল্লাহ /২,আসবে সবার উপর খোদার রহমত
সমাজ গড়তে সুখি, রাখবো সবায় অবদান।
ও ভাই মুসলমান, ও ভাই মুসলমান।।
রমজান এলো রমজান এলো মা হে রামাদান,
মা হে রামাদান।

শেষ রাতের সেহেরি খায়, দিনে করি পানাহার বর্জন
ভূক্ষা মানুষের দুঃখ বুঝি, করি প্রভুর রহমত অর্জন।
এসো, আল-কোরাণের পাঠে ভুলি যাবতীয় পেরেশান
ও ভাই মুসলমান, ও ভাই মুসলমান।।
রমজান এলো, রমজান এলো -মা হে রামাদান,
মা হে রামাদান।

——————————————–

4/4/2022
*নীল অরণ্যে হরিনাভি*

অসীম দাস

কেমন করে তোর চোখে চুপ জল ফড়িং
বিষ বিকেলেও উঠছে বেজে ভৈঁরো বীণ
তোর নদী ডাক শুনতে পেলো দূর হরিণ
জিরানকাটের রস হয়েছিস , তুই জানিস ?

তোর গলাতেই সুর বেঁধেছে কোকিল গান
ভাসতে ভাসতে তোর হাসিতে থামলো বান
চুলের মেঘে জলপ্রপাত পথ হারান
তোর অরণ্যে হরিনাভি , তুই জানিস ?

তোর ছায়াতে একশো সূর্য ঈগলু ছাদ
অন্তঃমিলে জ্যোৎস্না বোনে চরকা চাঁদ
জাগলে শরীর বৃন্তে কদম ,জন্ম সাধ
সেই শরীরে স্বপ্ন লিখি , তুই জানিস ?

——————————————–

সভ্যের দাগ
অভিজিৎ ব্যানার্জী
মাত্রাবৃত্তে (৪+৪+৪+৪)
কাঠামো-(ব ব/ব ব/ব ব/ব ব)
অর্থাৎ সবক’টি স্বর’ই বদ্ধস্বর
০৪/০৪/২০২২
============================
গুনগুন গুঞ্জন মৌবন চঞ্চল,
উদ্দাম যৌবন পায় তার অঞ্চল,

টকটক লাল রং ছাপ দেয় অন্তর,
প্রেম রোগ পাল্টায় যন্তর মন্তর!

উল্লাস উচ্ছ্বাস বন্ধন নাই তার,
রঙ্গিন যুগটার সঙ্গিন সংসার!

উজ্জ্বল ঝকঝক চৌদিক শুনশান,
নিষ্ঠুর প্রাণ চায় সবটাই খান-খান।

রাত্রির কান্নায় নিশ্চুপ রয় ভোর!
সভ্যের ওড়নায় লাল দাগ হয় তোর!
==============================

——————————————-

আকাশেতে লক্ষ তারা
জাফর ইদ্রিস

লোকে বলে আপন দেশে
পালকিতে মা চড়ে,চলে গেছে
দূর আকাশে-
আমায় রেখে ঘরে।

খুঁজে মরি পাইনা তোরে
মা ডাকি মা কারে, একলা ঘরে
ঘুম আসে না
রাতযে কাটে নারে।

দিদা বলে মা আকাশে
প্রদীপ নিয়ে হাতে, খুঁজছে আমায়
আসছি কিনা-
ঘরে ফিরে রাতে।

আকাশেতে লক্ষ্য তারা
চিনবো কেমন করে,কাছে পেলে
গন্ধ শুঁকে
চিনে নিতাম তোরে।

খাবার খেতে বসি যখন
হাত বুলাও না এসে, কাছে এসে
কেউ বসেনা
তোমার মত ঘেঁষে।

খেলা ছেড়ে বাড়ি ফিরে
ডাকি যে মা তোরে,দিদা এসে
দাঁড়ায় দোরে
কান্না আসে জোরে।

জাফর ইদ্রিস
ঢাকা ১২১৪

——————————————–

স্বরবৃত্ত ছন্দে (৪+৪+৪+২)

আশায় থাকি
গাজী আজাদ
রচনাকাল— ০৫/০৪/২০২২

প্রেমানলে পুড়ছি আমি
ওগো প্রাণের প্রিয়া,
তোমার জন্য দিবানিশি
কাঁদছে আমার হিয়া।

আর কতো কাল দূরে দূরে
থাকবে বলো তুমি?
হৃদয় কোণে ইচ্ছে জাগে
দিতে কপাল চুমি।

ভাবি বসে নিরালয়ে
আঁকি তোমার ছবি,
তোমার রূপের নেই’কো জুড়ি
দেখে লুকায় রবি।

তুমি আমার পরাণ পাখি
আছো দূরে সরে,
তুমি বিহীন সত্যি আমি
যাবো একদিন মরে!

প্রেমের আগুন বুকের মাঝে
জ্বলছে দিবানিশি,
তুমি হীনা হৃদয় যেনো
সুর হারানো বাঁশি।

আসবে ভেবে আশায় থাকি
সকাল বিকাল সন্ধ্যা,
ফুটাই আমি মনের বনে
জুঁই রজনী গন্ধা।

—যশোর সদর,বাংলাদেশ—

——————————————–

Powered by themekiller.com