Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা “কে আমি “

কবি সারমিন জাহান মিতুর কবিতা “কে আমি “

কে আমি

সারমিন জাহান মিতু

০১-০৪-২০২২

মহাপ্রলয় ডাকে আমায়- বালুঝড়ে আমার মস্তিষ্ক, হৃৎপিণ্ড, হাত-পা, দেহাবশেষের সবটুকু চূর্ণবিচূর্ণ,

আমি বলতে শুধু একটা দীর্ঘনিশ্বাস – দীর্ঘনিদ্রা আচ্ছন্ন করে নিচ্ছে সেটুকুও – মৃত্যুর কালদূত দুয়ারে-
শূন্য থেকে আরও মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে আমার আমিত্ব।

দলে দলে নক্ষত্র ছুটছে – তারা গুলো স্হির হয়ে যেন প্রশ্ন করছে – এই আমিটা কে।

আমি ঈশ্বরের কাছে জানতে চেয়েছিলাম – অদৃশ্য ইথার হতে কেউ যেন বলে দিলো – আমি বলে কিছু নেই,

আমার অহম – তখনও ধ্বংস স্তূপে পরিণত হইনি – আত্ম গর্বে চিৎকার করে উঠলো।

চারপাশ থেকে অট্টহাসির শব্দ – ভয়ার্ত ক্ষুধারা গ্রাস করছে আমার আমিত্ব,

আমি বলে তখন আর কিছু নেই শুধু একটা দীর্ঘনিশ্বাস।

সুবেহ-সাদিকের আযান ভেসে এলো মুয়াজ্জিনের কন্ঠে – প্রভাতি পাখির গান আর সূর্য রাঙা ভোরের নতুন একটি সকাল এনে দিলো ঠিকই,

কিন্তু আমার ভেতরে একটি প্রশ্ন আসলে আমি বলে এই আমিটাই বা কে,

তবে কি শূন্য থেকে মহাশূন্যটাই আমার আমি।

Powered by themekiller.com