Breaking News
Home / Breaking News / চাঁদপুরে বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নের মধ্যদিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

চাঁদপুরে বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নের মধ্যদিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

মোহাম্মদ সিন্টুঃ
ইলিশের পোনা জাটকা রক্ষায় চলতি অভয়াশ্রমে বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছে। নানা আয়োজনে চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা রক্ষায় জনসচেতনতা তৈরি ও জেলেদের জাটকা আহরণে নিরুৎসাহিত করতে আগামি ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করপ চাঁদপুর উপজেলা পরিষদে এসে সমাপ্তি হয়।

জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দীন পিপিএম, নৌ বাহিনীর নির্বাহী অফিসার লে. তাইফ আবরার, মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুরের কর্মকর্তা তায়েফা আহমেদ, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মালেক দেওয়ান, মৎস্যজীবী নেতা মানিক দেওয়ান প্রমুখ।

বক্তারা বলেন, মার্চ-এপ্রিল দুই মাস কোনো অবস্থাতেই নদীতে মাছ ধরা যাবে না। জাটকা মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সচেতনতায় জাটকা পরিপক্ক ইলিশে পরিণত হতে পারলে দেশে মাছের চাহিদা মিটিয়ে রপ্তানি করা সম্ভব হবে।

বক্তারা আরও বলেন, চাঁদপুর জেলা‌কে বি‌শ্বের বু‌কে প‌রি‌চি‌তি ক‌রি‌য়েছে ই‌লিশ মাছ। তাই এ সম্পদ‌কে আমা‌দের বাঁ‌চি‌য়ে রাখ‌তে হ‌বে। যখন আপনারা মাছ ধর‌তে পা‌রেন না, তখন অন‌্য কাজ করার চেষ্টা কর‌বেন। তাহ‌লে নি‌জের ও প‌রিবা‌রের কষ্ট কম হ‌বে। জাটকা রক্ষায় জেলেদেরকে আন্তরিক ভাবে সহযোগিতা করার জন্য আহ্বান জানান বক্তারা।

Powered by themekiller.com