Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা চার সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা চার সাহিত্য

নিমন্ত্রণ

সাগর আহমেদ

আজ হিজল তমাল বন ডাক দেয়
যেয়ো না চলে
আরো কিছু ক্ষণ থাকো পাশাপাশি,
এই একই শহর
একই রৌদ্দুরে
শপিং মলে
চাইনিজে আলাপচারিতায়
নভোথিয়েটারে
অন্ধকারময় আবহে নক্ষত্র দেখায়
থাকো খুব কাছাকাছি ।

মন তার নীলিমার নীল আঁচলে উড়িয়ে দিলো
কতিপয় গোপন চিঠি
হৃদয়ের প্রগাঢ় সব অনুভূতি
লিখে নিলো নিবিড় উল্লাসে,
প্রজাপতির ডানায় এঁকে দিয়ে
ভালবাসার সবটুকু রং
বলে ওঠে, বলে উঠলো
আরেকটু আরেকটু থাকো না পাশে

গ্রীস্মের দাবদাহে
শ্রাবণের অগাধ বর্ষণে
শরৎতের টুকরো মেঘের ভেলায় ভেলায়
আজ আবারো তোমাকে নিমন্ত্রণ,
হেমন্তে ফসলের ঘ্রাণে
শীতের কুয়াশামাখা রোমাঞ্চ চাদরে
কিংবা বসন্তে পলাশ শিমুলের জান্তব রঙের মেলায়
পাহাড়ী ঝর্ণার উৎসবে
আনন্দে
উল্লাসে
বিচিত্র মনোভূমিতে
গড়ে নেয়
গড়ে নিতে চায় ভালোবাসার অনন্য এক মেলবন্ধন ।

অতঃপর
ঝরে পরা পলাশ, শিমুল হাসে
নিয়তির মুখোমুখি তুমি ম্লান হাসো
অট্টহাসি হাসে সময়ের গুটিবাজ,
অঝোর বর্ষনে
ধিরে ধিরে মুছে যায় নিমন্ত্রণের চিঠি
ফুরায় জীবন
রং গুলো জোসনায় ঝরে পড়ে
মুছে যায় পুরোটা ক্যানভাস ।

——————————————–

—প্রকৃত চিত্র—
কলমে-রশ্মিতা দাস
তারিখ-২৮.০৩.২০২২

তোমার ক্রোড়ে লভিয়া জনম
প্রস্ফুটিত আঁখি,
ঠোঁটের বোলএ জ্বলে বাগ্বিধি
দম্ভ ধিকিধিকি।

আমার হাতের মুঠোয়
সূর্য-চন্দ্র ক্ষুদ্র গোলক,
আস্ফালনের বজ্রমুষ্ঠি
চিরন্তনী শোলোক।

হাজারো মন্ত্রে হাজারো রূপে
বিস্ময়ে খুঁড়ি মাথা,
হাজারো ধর্ম,বিগ্রহে তাই
রচি অরূপ কথা।

আকাশগঙ্গা তোমার তনু
অসীমতা তারই অক্ষি,
ধূম্র পাহাড়,প্রশান্ত তল
আকাশ যে তার সাক্ষী।

অংশুমালীর অস্ত-উদয়
জোয়ার এবং ভাঁটা
তোমারই সত্ত্বা দেয় যে জানান,
আঁধির ঘনঘটা

ধরার বুকে রক্তলোলুপ,
লেলিহান হিংস্রতা,
অন্ধত্বই প্রাচীর গড়ে,
বিবাদ যে পায় কথা।

নাস্তিক আর অর্চক
আজি তর্কে বহুদূর।
বিস্ময় তাই কিনারা খোঁজে
মানবতা করে চূর।

ক্ষুদ্র আঁখি তল নাহি পায়,
পায় না তোমার ব্যপ্তি,
মহাশক্তির ক্রোড়ে প্রশ্ন
রক্তে খোঁজে সমাপ্তি…

——————————————–

কবিতার শিরোনামঃ ঘোরের টানে
মাহবুবা আখতার

ঘোরের টানে
আসল মানে
পূণ্য ভেবে
সমুদ্র স্নানে
নিঃশব্দে জলস্রোত শ্বাসে প্রশ্বাসে, ভয়ঙ্কর পিপাসা।
হঠাৎ দেখি তোমার শরীর জলে ভেজা

মাঝ সমুদ্র, বেসামাল ঢেউ
নিশ্চুপ বসে থাকি, শুষ্ক ঠোঁট
গভীর স্পর্শ, প্রিয় ভালোবাসা,
আকাঙ্ক্ষার নদী।

ঘোরের টানে
দুলছে ডিঙি,
ভাসছে হাওয়া
বসন্ত সুবাসে মাতাল স্মৃতির ভায়োলিন
শরীর ভরা জল,চালচিত্রে শরীর।
ভাঁজে ভাঁজে স্থাপত্যের নিপুণ কারুকাজ, সোনালী মিহীন সূতোয় পুরুষ্ট নাক্ষত্রিক শোভা।

বসো মুখোমুখি, স্রেফ দু’দন্ড
ছুঁয়ে দিই তোমাকে,স্পর্শ মোহন হোক
হোক দুর্দান্ত স্মৃতি।
ঘোরের টানে
ক্ষণকালের স্বপ্নলোকে, অন্যরকম
ভালোলাগার ভালোবাসা।

গায়ে গতরে বাড়ন্ত যৌবন
শরীর থেকে শরীর হারায়,
জন্ম নেয় নতুন গল্প,নতুন উপাখ্যান
এক কোটি আলোক বর্ষে শুধু অপেক্ষা।

ঘোরের টানে
নেশার জোয়ার
রাশি রাশি স্বপ্ন
মুঠো মুঠো প্রেম।
এসো কাছে বসো। বসো দু’চোখ পেতে——

তারিখঃ২৮.০৩.২০২২খ্রি.
ঠাকুরগাঁও
লেখক স্বত্ব।

——————————————–

#অমোঘ

আমি মৃত্যু-বিলাসী নই,
তবুও,
একটা বয়সের পর মৃত্যুকেই আশ্রয় করতে হয়,
অমোঘতা বলে একটা শব্দ আছে,
শেষ শব্দ উচ্চারণের মত,
অনেক কিছুই এড়ানো যায় না এই পৃথিবীতে,
বিরহহীন প্রেমের মতো,
মেনে নিতেই হয় জীবন প্রবাহ,
নতুনদের জায়গা দিতে সরে যেতে হয় পুরাতনকে,
আসলে আমার বলে কোন শব্দর অস্তিত্ব নেই ,
এক ভুল বিশ্বাসে কেটে যায় জীবন,
মৃত্যু আলিঙ্গনে জড়িয়ে থাকা জীবনে
আপন বলে কেউ হয় না,
প্রবল ভ্রান্তিতে জীবন একটু একটু করে শেষ হয়,
গলে যাওয়া মোমবাতির মত,
পুঞ্জিভূত মোম স্মৃতির মত পড়ে থাকে,
শুধু সলতে যায় ফুরিয়ে,
অথচ
সলতের ইচ্ছে ছিল সব মোম গলিয়ে দেবার।
আমিও অপেক্ষায় থাকি সেই অমোঘ মৃত্যুর,
নিশ্চুপ কথা হয় তার সাথে,
বুকের কঠিন পাঁজরের মধ্যে কিছু চুপকথা
অনন্ত নিশ্চল থেকে যায় ,
অমোঘতা টেনে নিয়ে যায় জীবন,
মৃত্যুর সাথে একদিন ঠিক দেখা হবে কোন বিষণ্ণ গোধূলিতে
কিংবা
কোন এক কাকডাকা ভোরে,
নিঃসঙ্গ মৃত্যুর হাত ধরে আমি নিঃশব্দে এগিয়ে যাবো
সেই অমোঘ অনিচ্ছাকৃত নিশ্চয়তার পথে।

✍️তাপস
২৮/০৩/২০২২

——————————————–

Powered by themekiller.com