Breaking News
Home / Breaking News / কবি মোহাম্মদ সোহেল রানা’র কবিতা ” কলমের স্বাধীনতা চাই “

কবি মোহাম্মদ সোহেল রানা’র কবিতা ” কলমের স্বাধীনতা চাই “

🌿কবিতা-কলমের স্বাধীনতা চাই।
✍কলমে-মোহাম্মদ সোহেল রানা।
👉তারিখ-২৪/০৩/২০২২ খ্রিষ্টাব্দ।

বাকরুদ্ধ হয়েছি আমি সত্য প্রকাশে
কলমের তুলিতে হয়েছে রুদ্ধ,
কলম দিয়ে কবি,লেখক সাংবাদিক
করতে পারবেনা কেনো যুদ্ধ?

অনিয়ম অন্যায় প্রকাশে স্বাধীনতা
নেই মোর সোনার বাংলাদেশে,
দেশের সম্পদ চুরি করে পাঠায় বিদেশে
দেশে থাকে সিনা টানে সাধুর বেসে।

ডিজিটাল নিরাপত্তা আইনে কেনো
সাংবাদিক,কবি’র নেই স্বাধীনতা?
কি হবে সাংবাদিক,কবি হয়ে যদি
নিজের থাকে না কোনো নিরাপত্তা।

১৯৫২ সালে বাংলা ভাষার জন্য
দামাল ছেলেরা করেছিল যুদ্ধ,
এখনো কেনো সোনার বাংলাদেশে
মত প্রকাশে থাকতে হয় কারারুদ্ধ?

এমন কালো আইন চাইনা মোরা
স্বাধীন এই সোনার বাংলাদেশে,
জুলুম নির্যাতন অন্যায় করেও
অপরাধী হেসে যায় অবশেষে।

আমি যে কলমের স্বাধীনতা চাই
লিখতে চাই নরপিশাচের কথা,
যাদের জন্য অসহায় মানুষ নীরবে
কাঁদে চিত্তে লুকিয়ে রাখে ব্যথা।

সোনার বাংলায় চাইনা আর হোক
ধর্ষণ,জুলুম,খুন,ঘুষখোর চাঁদাবাজি,
রুখে দেবো অন্যায়কারী,ভন্ড ধার্মিক
কুলাঙ্গার থাকতে পারবেনা পাঁজি।

রুখতে চাই অন্যায়কারীদের আমি
শুধুমাত্র কলমের স্বাধীনতা চাই,
কলমের আঁচড় দিয়ে দেখিয়ে দাও
আবার অন্যায়ের প্রতিবাদ সবাই।

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের লেখার
সাংবাদিক স্বাধীনতা ফিরিয়ে দাও,
বাংলার বুকে থেকে অন্যায় নিপাত
করে দিব কলমের আঁচড় জাগাও।

আমি সেই দেশ স্বাধীন ভাবে মত
প্রকাশের থাকবে না আইন কালো,
বিশ্বে দেখবে তাকিয়ে অন্যায়কারীর
সাজায় হয়েছে বাংলাদেশ ভালো।

Powered by themekiller.com