Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা ” মন খারাপের বায়না”

কবি সারমিন জাহান মিতুর কবিতা ” মন খারাপের বায়না”

মন খারাপের বায়না

সারমিন জাহান মিতু

২৪-৩-২০২২

মোর মন মাঝে যে বাঁশি বাজে- ক্ষণে ক্ষণে মন বনে বাঁশরি আবছায়া হয়ে ছুঁয়ে যা-ও,

কেন দূরে সরে যা-ও।

খোলা হিয়া যদি তোমার – তবে কেন, দূরে থাকা- একা একা,

এসো খুলে দাও বাহুডোর- ভালোবাসো আরও ভালোবাসো।

আমারও হিয়ার মাঝে ডেকে ডেকে ক্লান্ত সারাবেলা – তুমি নাই, কাছে নাই, – দূর দ্বীপে, আকাশে, সাগরও ঢেউয়ে হাতছানি তবুও পাই।

ছুটে যাই এ বিশ্বময়ে একা- একা কেঁদে যাই নির্জনে- মধু রাতের সে স্মৃতি – বধূর লাজুক আঁখির কাজল মুছে যায় সলিল ধারায়।

তুমি নাই – তুমি নাই কাছে – তবুও ক্ষণে ক্ষণে সে প্রেম কেঁদে যায় একা -একা,

ভালোবাসো আরও ভালোবাসো – আরও নাও আপনও করে – বাঁধো মনডোরে।

ফিরে আসো- ফিরে আসো – মুছে দাও এ বারিধারা।

এটা আমার তোমার জন্য মন খারাপের বায়না।

Powered by themekiller.com