Breaking News
Home / Breaking News / দুই বাংলার দৈনিক শব্দনগরের আজকের সেরা চার সাহিত্য

দুই বাংলার দৈনিক শব্দনগরের আজকের সেরা চার সাহিত্য

শৈবাল
দালান জাহান

নিসর্গে বসা অমূলক বিন্দুর মতো
জনম ধরে সহ্য করেছি সিন্ধু সিন্ধু শীত
আতর পোড়া রোদ ঘামের সাঁতারে ভিজে
আজন্মকাল সহ্য করেছি ব্রাউন আইসের তাপ।

দু’টো শাপলা ফুটবে বলে রক্তজবা ফুটবে বলে
গোলাপী আকাশ ধরে অনন্তকাল
দাঁড়িয়ে আছি সবুজ চোখের সাত রাস্তায়।

প্রেম প্রেম বলে বুকের ছাতায় হেঁটে গিয়েছে
আবেগ সুগন্ধিমাখা হাইপোথালাস মেঘ
ঢেউতোলা যুবতী বুক মাংসল আঁধার
বুনোঘাসে ভাসা বন্য চিরুনি
আমায় ঠুকরে-ঠুকরে খেয়েছে সহ্য করেছি।

সহ্য করছি। করে যাচ্ছি! করে যাচ্ছি
যেন তুমি বিধাতার শাসন!

দালান জাহান
১৩.০৩.২২

——————————————–

#শিরোনাম_প্রতিক্ষা
#কলমে_উজ্জ্বল_দত্ত_চৌধূরী

দরজা‌ ছিল বন্ধ কেবল মনের ঘর সুর তোলে,
প্রথমবার দেখেই তোমায় হঠাৎ গেল খিল খুলে,
এখন শুধুই অপেক্ষায়,
আমার সময় কেটে যায়,
বসন্তের এই আবির মেখে আসবে কি আর পথ ভুলে?

তন্বি, কটি ক্ষীণ, সাজছে রঙীন, আবিরে আবিরে,
বসন্তের এই উদ্দামতায় পাগল হয়ে নৃত্য করে,
জানেনা শুধু সে’ই,
এমন অসময়েই,
অপেক্ষাতে একটা মানুষ শুধুই বসে তার তরে।

বলছি কাকে, শুনছে কে, ধুত্তোরি কি ছাই,
বসন্ত আজ দ্বার খুলেছে তার অবকাশ নাই,
তবুও যদি আশে!
আমার মনের পাশে,
মনের রঙে রঙ মাখাবো, বলো কোথায় তারে পাই?

মনটা আমি রেখেছি কোথায় তার ধারনা নাই,
ছোঁয়াও বারণ, বলাও বারণ, শুধু প্রতিক্ষাতে ঠাঁই।

——————————————–

কবিতার শিরোনাম,
শবেবরাত ৷
ছন্দ মুক্তক মাত্রাবৃত্ত,
মোঃ মাসুদার রহমান (মাসুদ)
তারিখ ১৮/০৩/২০২২/

আজ আমাদের আরবী শাবান মাসের
অর্ধ শাবান রাত,
আবার আমরা অনেকেই বলে থাকি
আজ আমাদের পবিত্র শবেবরাত,

যদিও এ নাম নিয়ে
আলেম ওলামা মাঝে কিছু মতবিরোধ আছে,
তবে তারা সকলেই তাদের মতের উপরে
কোরআন হাদিস থেকে দলীল প্রদান করে ৷

এভাবেই চলে আসতেছে যুগ যুগ ধরে
কেউ পক্ষে, আর কেউ বিপক্ষে,
সঠিক সমাধান আজ পর্যন্ত হলো না
এ বিশ্বের কোন এক প্রান্তরে ৷

ভালো মন্দ যাচাই করার
নেই ক্ষমতা আমাদেরে,
আমরা সাধারণ জনতা আমল করতেছি
কোন এক আলেমের কথা অনুসরণ করে,

এদিকে শবেবরাত নিয়ে
আলেম ওলামাদের মাঝে
লাগতেছে বাগ- বিতর্ক দ্বিধাদ্বন্দ্ব,
আমরা সাধারণ জনতা
কি করে বুঝবো?
কোনটি সঠিক? কোনটি বেঠিক?
কোনটি আমল করার যোগ্য?

আমরা আজ কার কথা মেনে নিবো?
আমরা আজ কার কথা ফেলে দিবো?
ভেবে পায়না আমাদের অন্তর চিত্ত,

তাই আজ আমাদের আলেমদের মাঝে
শবেবরাত নিয়ে
ঐক্যে করার, ইজমা করার
বড় বিশেষ প্রয়োজন,
কোনটি সঠিক কোনটি বেঠিক?
কোনটি আমল করার যোগ্য
কোনটি আমল করার জন্য প্রত্যাখ্যান ৷

যদি হয় শবেবরাত বিদআত
তাহলে আমরা সাধারণ কিছু জনতা
বিদআতি আমল করার কারণে
জাহান্নামের বুকে চলে যাবো,

আর যদি হয় শবেবরাত সুন্নাত
তাহলে আমরা সাধারণ কিছু জনতা
আল্লাহর নৈকট্য থেকে
আল্লাহর ভালোবাসা থেকে
বিশাল সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবো ৷

তাই আজ আমাদের আলেমদের মাঝে
শবেবরাত নিয়ে
ঐক্যে করার, ইজমা করার
বড় বিশেষ প্রয়োজন,
কেন আমরা সাধারণ জনতা
আমল করার কারণে
আমল না করার কারণে,
কেন আমরা জ্বলবো
জাহান্নামের ভিতরে সারা জীবন ৷

আমরা কোরআন সুন্নাহর সঠিক আমল চাই
এর জন্য ইজমা কেয়াস ঐক্য চাই,
বিশ্বের সকল আলেম সমাজ এক হও,
মুসলিম জাতিকে ভ্রান্তি থেকে ফিতনা থেকে
জাহান্নামের আগুন থেকে বাঁচাও ৷

——————————————–

আজি দোল ফাগুনের দোল লেগেছে
দোলা ভট্টাচার্য্য
18.3.2022

ফাল্গুন এখনও আছে সেই আগেকারই মতো,
রক্তিম অনুরাগে এসেছে সে এবারেও যথাযথ।
উচ্ছ্বাস আজও আছে, তবু যেন কিছু ম্রিয়মান,
ফাল্গুনী ভোরে আজও কোকিল তুলেছে কুহুতান ।
গুনগুন ভ্রমরা এলো বুঝি আজ ওই গুঞ্জন তুলে,
মৌ মৌ মৌমাছি মত্ত হয়েছে ওই আমের মুকুলে,
অশোকে,শিমুলে আর জারুলের ডালে,দেখো লাগল যে দোল,
কনকচাঁপার বনে সুরে সুরে গানে গানে তোলে কারা নৃত্যের বোল!
ওগো, রঙের উৎসবে এসো না সামিল হই আজ,
থেকো না ঘরের কোণে, থাক পড়ে আজ সব কাজ।
মহুল ফুলের বনে দখিণা পবন ওই করে আনাগোনা,
এমন রঙিন দিনে বন্ধ ঘরেতে ওগো আর থেকো না ;
বকুলের মালা খানি এনেছি তোমার তরে প্রিয়,
আবিরে, গুলালে ওগো আমারে বরণ করে নিও।
দখিণা বাতাসে ঝরে শালের বীজ, তুমি নেবে?
ওগো, বিনিময়ে বলো তুমি কি আমারে দেবে?
কৃষ্ণচুড়াও দেখো জ্বেলেছে আগুন ওই নীল নীলিমায়,
পলাশ বনেতে এসো, মেতে উঠি আজ এই রঙের খেলায়।
রঙিন আবেশে যদি ঘনায় দু নয়নেতে ঘোর!
তবু, এমন রঙিন দিন বিফলে না কাটে প্রিয় মোর॥

——————————————–

Powered by themekiller.com