Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট রিটন মোস্তফার কবিতা ” নাক্ষত্রিক লীলা”

কবি ও কলামিস্ট রিটন মোস্তফার কবিতা ” নাক্ষত্রিক লীলা”

“নাক্ষত্রিক লীলা”
– 𝓻𝓲𝓽𝓸𝓷 𝓶𝓸𝓼𝓽𝓸𝓯𝓪

কিছু নক্ষত্রের জীবন শেষে বিস্তীর্ণ আকাশে
রেখে গেছে সৌন্দর্যের অপরূপ নেবুলার মেঘ
পঞ্জিভুত মেঘ জমে ছোট স্বপ্নের জন্ম ওখানে।

আমার ভিতরের নক্ষত্রের মৃত্যু ঘটেছে তখন
ওখানে ভেসে বেড়ায় বিস্তীর্ণ স্বপ্নের মেঘ
স্মৃতির পুঞ্জিভুত মেঘে জন্ম নেয় এখনও প্রাণ।

কিছু ধ্বংসের পরেও থেকে যায় অনন্ত সৌন্দর্য্য
রেখে যায় বিস্তৃত ভালোবাসার লম্বা ক্যানভাস
যেখানেও রঙ জমে জন্ম নিতে পারে নতুন মুখ।

তোমার আমার মিলনে কেউ আসবে স্বাক্ষী হতে!
এ নিয়ম ভেঙে গেছে। বিচ্ছেদ শেষের মিলন স্মৃতি
ওখানেও জন্ম নেয় নতুন কোন প্রেমিকের স্বপ্ন।

জন্ম নেয় নাক্ষত্রিক নিয়মে নতুন নক্ষত্রি প্রেমিকা
প্রেমিকের সাথে মেতে ওঠে নতুন প্রেম লীলায়
আলোকিত হয় সৌরমণ্ডল যুগলের বন্ধন জুড়ে।

𝓻𝓲𝓽𝓸𝓷 𝓶𝓸𝓼𝓽𝓸𝓯𝓪 2022 copyright

Powered by themekiller.com