Breaking News
Home / বিচিত্র খবর / তোমার কথামালা

তোমার কথামালা

তোমার কথামালা
-মো.হুমায়ুন কবির

এক শিউলি ভোরে
তুমি আমায় ডেকে নিয়ে গেলে
নির্মল বাতাসের স্রোতস্বিনী দেখাতে
দ্যাখো কী স্বচ্ছ জলের ধারা
ছুটে যাচ্ছে সাগরের দিকে
ওইযে সাদা তুলো মেঘগুলো দেখতে পাচ্ছো
ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে পাহাড়ের কঠিন শিলা
অর্ক, তুমি জানো
সাগর কেন বারবার ছুটে আসে সৈকতের দিকে
সুরেলা পাখি কন্ঠ ছেড়ে কাকে ডাকে
তুমি ময়ুরের কেকা শুনেছো?
কী মায়াবি প্রজাপতি
উড়ে বেড়াচ্ছে ফুল থেকে ফুলে
তুমি জানো
ফাগুনের কোকিল কখনো গ্রীষ্মেও ডেকে ওঠে
আমি বললাম:
কুহেলি, তোমার কী হয়েছে বলোতো
দিনদিন তোমার আবেগমাখা কথামালা
পুষ্পের ঘ্রাণ ছড়াচ্ছে
তোমার কন্ঠ সংগীতময় হয়ে উঠছে
তুমি কোমল থেকে কোমলতর হয়ে উঠছো
কই নাতো, আমার কিছু হয়নিতো
আমি বললাম: তোমার একটা রোগ হয়েছে
হঠাৎ তুমি আমার চোখে চোখ বিঁধিয়ে বললে
কি হয়েছে বলোতো
হ্যাঁ, তোমার রোগের নাম প্রেমরোগ
আর এটারও অষুধ আছে
কোথায় পাওয়া যাবে বলোতো
আমার কাছে
তুমি আমার চোখের ভেতর দিয়ে
রঞ্জন রশ্মির চাইতেও তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে
মনে হয়ে দেখে নিলে গোটা বিশ্বব্রহ্মাণ্ড
সমস্ত তারকারাজি, নক্ষত্র, জ্যোতিষ্ক
পূর্ণিমা চাঁদ, ফুল পাখি প্রজাপতি
প্রকৃতির সমস্ত রূপ
তারপর নদীর দিকে তাকিয়ে আনমনে
একের পর এক ঢিল ছুঁড়তে লাগলে
বললে: অর্ক দ্যাখো জলতরঙ্গ কী সুন্দর, না?
আমি এবার
তোমার কাশফুলের মতো নরোম হাত
স্পর্শ করে বললাম:
হ্যাঁ, সেই অষুধটি আমার কাছেই আছে
আর এটি আমি এ পর্যন্ত
তোমার জন্যেই সযত্নে তুলে রেখেছি
তুমি হঠাৎ আমার বুকে মাথা রেখে
কোমল কান্না শুরু করে দিলে
আর ঠিক তখুনি মাথার উপর দিয়ে
একঝাঁক ধবল বলাকা
চীৎকার করতে করতে
উড়ে গেলো দূর দিগন্তের দিকে।
১৮.০২.২০২২

Powered by themekiller.com